Partha Chatterjee Arrested Live : শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ

Partha Chatterjee Arrested : ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Jul 2022 11:03 PM

প্রেক্ষাপট

West Bengal SSC scam ED Interrogation Update : ২৪ ঘণ্টা পার। SSC দুর্নীতি তদন্তে এখনও নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র অফিসাররা। দোতলার একটি ঘরে চলছে জিজ্ঞাসাবাদ। নিচে রয়েছে...More

Partha Chatterjee Arrest: শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, শান্তিনিকেতনে ED’র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ। স্থানীয়দের কাছে এই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। বাড়িগুলির মালিক কে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।