Partha Chatterjee Arrested Live : শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ

Partha Chatterjee Arrested : ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Jul 2022 11:03 PM
Partha Chatterjee Arrest: শান্তিনিকেতনে ED-র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ

পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর, শান্তিনিকেতনে ED’র নজরে একাধিক বাড়ি, গেস্ট হাউজ। স্থানীয়দের কাছে এই বাড়িগুলি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি নামে পরিচিত। এলাকাবাসীর দাবি, প্রায়শই এখানে দেখা যেত পার্থ চট্টোপাধ্যায়কে। বাড়িগুলির মালিক কে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

Partha Chatterjee Arrest: মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়

মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল।

Partha Chatterjee Arrest: মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্‍সকরা

SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। বর্তমানে চিকিত্‍সক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। সূত্রের খবর, মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছেন চিকিত্‍সকরা। সেই বোর্ডে কার্ডিওলজিস্ট সরোজ মণ্ডল ছাড়াও, রয়েছেন, এন্ডক্রিনোলজিস্ট শুভঙ্কর চৌধুরী, নেফ্রোলজিস্ট অর্পিতা রায়চৌধুরী। 

Partha Chatterjee Arrest: SSKM-এ ভর্তি পার্থ চট্টোপাধ্যায়

টানা ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ১টা ৫৫-য় গ্রেফতার। আদালতে ২ দিনের ইডি হেফাজত। পার্থ চট্টোপাধ্যায়ের বর্তমান ঠিকানা, SSKM হাসপাতালের ICCU’র ১৮ নম্বর বেড। এখানেই ভর্তি রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

Partha Chatterjee Arrest: 'বিচারে অভিযোগ প্রমাণিত হলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে'

‘তদন্ত দ্রুত শেষ করে আদালতে জানাক ইডি। বেআইনি টাকা, কালো টাকা এল কী করে, সেটাও তদন্ত করে দেখা দরকার। আইন-বিচারব্যবস্থার উপর আস্থা রাখছি। বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তৃণমূল কংগ্রেস দলগতভাবে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।' সাংবাদিক বৈঠকে বলেন কুণাল ঘোষ।

Partha Chatterjee Arrest: 'আইনে আস্থা আছে তৃণমূলের, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ হোক'

‘যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে, তাঁর আইনজীবীরা এর উত্তর দিতে পারবেন। আইনে আস্থা আছে তৃণমূলের। বিষয়টি এখন রয়েছে আইন-আদালতে। এই টাকার উত্‍স কী? এর পিছনে কী আছে? শুধুমাত্র একটা গল্প না ছড়িয়ে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শেষ করুক।’ বলা হল তৃণমূলের সাংবাদিক বৈঠকে।

Partha Chatterjee Arrest: ব্যাঙ্কশাল আদালত থেকে বের হলেন পার্থ চট্টোপাধ্যায়

ব্যাঙ্কশাল আদালত থেকে বের হলেন পার্থ চট্টোপাধ্যায়। নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএম হাসপাতালে।

Partha Chatterjee Arrest: এখনই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নয় দল এবং সরকারের, মন্তব্য কুণাল ঘোষের

এখনই পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নয় দল এবং সরকারের। ‘বিচারে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল ও সরকার।’ মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। 

Partha Chatterjee Arrest: 'যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই’

‘টাকা উদ্ধার হয়েছে, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই।’ সাংবাদিক বৈঠকে জানানো হল তৃণমূলের তরফে।

Partha Chatterjee Arrest: নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ শিক্ষিকা মোনালিসা দাসও জড়িত?

নিয়োগ দুর্নীতিতে পার্থ ঘনিষ্ঠ শিক্ষিকা মোনালিসা দাসও জড়িত। বেনামে প্রচুর সম্পত্তি থাকার অভিযোগ দিলীপ ঘোষের।  উনি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষক, যোগযোগের ভিত্তি ছিল এটুকুই। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব মোনালিসার।

Partha Chatterjee Arrest: ‘আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল’

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা গ্রেফতার। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ টানা জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার। ‘আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল’, গ্রেফতারির পরেই দাবি পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। 

Arpita Mukherjee Arrested: গ্রেফতার করা হল অর্পিতা মুখোপাধ্যায়কে

গ্রেফতার করা হল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে।

Arpita Mukherjee Detained: কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়

কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। ‘বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারে প্রায়ই আসতেন অর্পিতা’। প্রয়োজনীয় জিনিস তিনিই এনে দিতেন, দাবি পার্লারের ম্যানেজারের। 


 

Partha Chatterjee Arrest: শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, প্রতিবাদে বিজেপির মিছিল

শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে রানিকুঠি থেকে নাকতলা পর্যন্ত বিজেপির মিছিল। 

Partha Chatterjee Arrest: পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ। স্কুলে নিয়োগ কেলেঙ্কারিতে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ। রাত ১.৫৫-এ শিল্পমন্ত্রীকে গ্রেফতার করে ইডি।

Partha Chatterjee Arrest: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ, ২ দিনের ইডি হেফাজত

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ, ২ দিনের ইডি হেফাজত। স্কুলে নিয়োগ কেলেঙ্কারিতে ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ। রাত ১.৫৫: শিল্পমন্ত্রীকে গ্রেফতার করে ইডি । স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার তৃণমূলের মহাসচিব। ‘নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম, পাইনি’। জোকা ইএসআই থেকে বেরোনোর সময় বললেন পার্থ
 

Arpita Mukherjee Detained: অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ঢুকতে বাধা আইনজীবীকে

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে পৌঁছলেন তাঁর আইনজীবী। ফ্ল্যাটে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হল। আইনজীবীর সঙ্গে বচসা কেন্দ্রীয় বাহিনীর।

Partha Chatterjee Arrest: অর্পিতার সঙ্গে মমতার পুরনো ছবি ট্যুইট করে আক্রমণে শুভেন্দু অধিকারী

অর্পিতার সঙ্গে মমতার পুরনো ছবি ট্যুইট করে আক্রমণে শুভেন্দু অধিকারী। পাল্টা জবাব শান্তনু সেনের

Arpita Mukherjee Detained: জানুয়ারি থেকে দুটি ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৬০ হাজার টাকা বকেয়া অর্পিতার!

বেলঘরিয়ার অভিজাত আবাসনে ২টি ফ্ল্যাট রয়েছে অর্পিতার। আবাসন কর্তৃপক্ষের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে এই দুটি ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ৬০ হাজার টাকা বকেয়া রয়েছে। সূত্রের খবর, ওই আবাসনে VIP-দের যাতায়াত ছিল। 

Partha Chatterjee Arrest: এসএসসিকাণ্ডে গ্রেফতার পার্থ, আটক আপ্ত সহায়ক সুকান্ত আচার্য

এসএসসিকাণ্ডে গ্রেফতার পার্থ, আটক আপ্ত সহায়ক সুকান্ত আচার্য। এসএসসি দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে আটক করল ইডি। নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আপ্ত সহায়ক আটক। এসএসসি উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন সুকান্ত আচার্য। 

Arpita Mukherjee Detained: অর্পিতার বাড়িতে টাকা নিতে এল একাধিক ট্রাঙ্ক

অর্পিতার বাড়িতে টাকা নিতে এল ট্রাকভর্তি ট্রাঙ্ক। এত টাকা, ট্রাঙ্কে ভরে নিয়ে যাওয়া হবে।

Partha Chatterjee Arrest: 'রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করুন', নোবেলজয়ীদের আবেদন সুজন চক্রবর্তীর

'রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান বয়কট করুন', নোবেলজয়ীদের আবেদন সুজনের। '২৫ তারিখ বঙ্গবিভূষণ সম্মান দেওয়ার কথা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে। দয়া করে একটা বার্তা দিন', নোবেলজয়ীদের চিঠি সুজন চক্রবর্তীর । 

Partha Chatterjee Arrest: ব্যাঙ্কশাল কোর্টে পৌঁছল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি

ব্যাঙ্কশাল কোর্টের লক আপের সামনে পৌঁছল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি। 

Arpita Mukherjee Detained: কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়

কলকাতায় ৩টে নেল আর্টের পার্লারের মালিক অর্পিতা মুখোপাধ্যায়। এর মধ্যে পাটুলি ও লেক ভিউ রোডের নেল আর্ট পার্লার বন্ধ। বরানগরের বিটি রোডে নেল আর্টের পার্লারে প্রায়ই আসতেন অর্পিতা। প্রয়োজনীয় জিনিস তিনিই এনে দিতেন, দাবি পার্লারের ম্যানেজারের।

Partha Chatterjee Arrest:ব্যঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে

পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের পর এবার তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে ব্যাঙ্কশাল কোর্টে।

Partha Chatterjee Arrest: টাকা যেত নেতা মন্ত্রীদের কাছে?

ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন যে, সব টাকা দালাল মারফৎ নীচু তলা থেকে ওপর তলার নেতা মন্ত্রীদের কাছে যেত। 

Arpita Mukherjee Detained : আরও টাকা মেলার অনুমান করা হচ্ছে অর্পিতার ফ্ল্যাট থেকে

অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ও প্রায় ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রা। কলকাতা-শহরতলিতে অর্পিতার ৮টি ফ্ল্যাটের হদিশ মিলেছে বলে খবর।

Partha Chatterjee Arrest: অর্পিতার বাড়িতে আসল টাকা গোনার আরও মেশিন

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে আরও টাকা মেলার অনুমান করা হয়েছে। আনা হচ্ছে আরও টাকা গোনার মেশিন।

Partha Chatterjee Arrest Live : পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে আটক করল ইডি

এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকে আটক করল ইডি। সুকান্ত SSC-র উপদেষ্টা কমিটির সদস্য। নিউ ব্যারাকপুরের বাড়ি থেকে তাঁকে আটক করে ইডি। নিয়ে যাওয়া হয় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে।

Partha Chatterjee Arrest: SSC দুর্নীতি মামলার সূত্র ধরেই পার্থর গ্রেফতারি

SSC দুর্নীতি মামলায় ED-র হাতে মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। পার্থর হাতে রয়েছে শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় দফতর। SSC দুর্নীতি মামলার সূত্র ধরেই পার্থর গ্রেফতারি। 

Partha Chatterjee Arrest Live : ESI হাসপাতাল থেকে বের হলেন পার্থ

 অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি ২০ লক্ষ। উদ্ধার ৭৯ লক্ষ টাকার সোনা। মিলল ৫৪ লক্ষ টাকা বিদেশি মুদ্রা, ৮টি ফ্ল্যাটের হদিশ।

Arpita Mukherjee Detained : SSC চাকরিপ্রার্থীদের টাকা হাত ঘুরে যেত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে

‘এসএসসির চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিত দালালরা । দালালদের কাছ থেকে সরকারি কর্মচারি, আমলা হয়ে টাকা যেত নেতা-মন্ত্রীদের কাছে’, ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদে এমনই জানিয়েছেন অর্পিতা। খবর সূত্রের। 

Partha Arpita ED Investigation Live : অর্পিতার বাড়ি থেকে বাজেয়াপ্ত প্রায় ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না

অর্পিতার টালিগঞ্জের ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে এখনও পর্যন্ত ২১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৭৯ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না। ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও উদ্ধার। 

SSC Job Seekers Agitation Live : ধর্নামঞ্চে সিপিএম নেতা সুজন চক্রবর্তী

প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন। এদিন মেয়ো রোডের ধর্নামঞ্চে যান সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

Partha Chatterjee Arrested : ধর্মতলায় নিয়োগের দাবিতে SSC চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

SSC দুর্নীতি মামলায় ইডি-র হাতে গ্রেফতার মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়ো রোডে গান্ধীমূর্তির সামনে অবস্থানরত SSC চাকরিপ্রার্থীরা। SSC দুর্নীতি মামলায় এই চাকরিপ্রার্থীরাই হাইকোর্টে মামলা করেন।


পাশাপাশি, এদিন চাঁদনি চকে সুবর্ণ বণিক সমাজ ভবনে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করতে যান SSC-র শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা। তাঁরাও পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Partha Chatterjee Arrested Live : অর্পিতার বাড়িতে নিয়ে যাওয়া হবে পার্থকে ?

SSC দুর্নীতি মামলায় ২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর নাকতলার বাড়ি থেকে ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে কি নিয়ে যাওয়া হচ্ছে অর্পিতার বাড়িতে ? তেমনটাই ইঙ্গিত গাড়ির গতিবিধিতে। 

Partha Chatterjee : CGO কমপ্লেক্সে নয়, আদালতের পথে পার্থর গাড়ি ?

শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার । প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে না  সিজিও কমপ্লেক্সে, গাড়ির অভিমুখ পরিবর্তনে তারই ইঙ্গিত। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও আটক । 

Arpita Mukherjee Detained : পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় আটক

শিল্পমন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার । পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে ।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় আটক। 

Partha Chatterjee Arrest Live : পার্থকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে ইডি, খবর সূত্রের

পার্থকে গ্রেফতারের প্রক্রিয়া শুরু করেছে ইডি, খবর সূত্রের । সই করানো হচ্ছে অ্যারেস্ট মেমোয়, খবর সূত্রের । ২ জন সাক্ষীকে নিয়ে আসা হয়েছে, খবর সূত্রের । প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে যাওয়া হবে সিজিও কমপ্লেক্সে, খবর সূত্রের। 

ED raids Partha Chatterjee's residence : অর্পিতার দুটি ফ্ল্যাট, একটি বাড়ির হদিশ

পাহাড়প্রমাণ টাকার পর বেলঘরিয়ায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতার দুটি ফ্ল্যাট, একটি বাড়ির হদিশ। আসতেন ভিআইপিরা। দেওয়ানপাড়ার অন্য একটি বাড়িতে থাকেন অর্পিতার মা, খবর সূত্রের।

Partha ED Investigation Live : 'কাউকে দেখা করতে দেওয়া হয়নি, বাজেয়াপ্ত সব ফোন'

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থর বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু নথি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। বাজেয়াপ্ত সব ফোন।

Partha Chatterjee Case Live : ২৫ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলছেই

২৫ ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ। বাড়ির সদস্যদের থেকে আলাদা করে দোতলার ঘরে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্ন ইডি আধিকারিকদের।

Arpita Mukherjee Interrogation Live :  অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি আবাসনের কর্মীর

 অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাটে আসতেন পার্থ চট্টোপাধ্যায়, দাবি আবাসনের কর্মীর

Partha Chatterjee ED Investigation : অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি

অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি। উদ্ধার ৫০ লক্ষ টাকার সোনা। জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না পার্থ-অর্পিতা, অভিযোগ ইডির 

Partha Chatterjee Case Live : কীভাবে উত্থান অর্পিতা মুখোপাধ্যায়ের? জানালেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু

কীভাবে উত্থান অর্পিতা মুখোপাধ্যায়ের? ঘনিষ্ঠ বন্ধু সৌমেন রায়ের দাবি, বেলঘরিয়ার আব্দুল লতিফ স্ট্রিটে বাড়ি অর্পিতার। সেখানে থাকেন মা। বোনের বিয়ে হয়ে গিয়েছে। অর্পিতা মডেলিং করতেন। নাকতলা উদয়ন সঙ্ঘের প্রচারে যুক্ত হন। সেই সূত্রেই পার্থ চট্টোপাধ্যায়ের আলাপ।

প্রেক্ষাপট

West Bengal SSC scam ED Interrogation Update : ২৪ ঘণ্টা পার। SSC দুর্নীতি তদন্তে এখনও নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করছেন ইডি-র অফিসাররা। দোতলার একটি ঘরে চলছে জিজ্ঞাসাবাদ। নিচে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও নেতাজিনগর থানার পুলিশ।


বাজেয়াপ্ত কিছু গুরুত্বপূর্ণ নথি


শুক্রবার দিনভর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দেখা করতে না দেওয়া হলেও, রাত সাড়ে ১০টা নাগাদ ডেকে পাঠানো হয় তাঁর আইনজীবী অনিন্দ্যকিশোর রাউতকে। এছাড়া, কাউকেই দেখা করতে দেওয়া হচ্ছে না। ব্যবহার করতে দেওয়া হচ্ছে না ফোন। ইডি সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।


চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ

ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ চট্টোপাধ্যায়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.