Partha Chatterjee Arrested Live: কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Partha Chatterjee Arrested: মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ। খবরে তোলপাড় রাজ্য। জেনে নিন এই সংক্রান্ত আরও খবর

abp ananda Last Updated: 24 Jul 2022 10:01 PM
Partha Chatterjee Arrest: এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেরবার অবস্থা। এরই মধ্যে এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। তাঁর বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার হয়েছে। কলকাতা হাইকোর্টে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Partha Chatterjee Arrest : কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থকে, নির্দেশ কলকাতা হাইকোর্টের

কাল এয়ার অ্যাম্বুল্যান্সে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে পার্থ চট্টোপাধ্যায়কে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । SSKM থেকে বিমানবন্দর পর্যন্ত নিয়ে যাওয়া হবে হাসপাতালেরই অ্যাম্বুল্যান্সে। তাঁর সঙ্গে থাকবেন এসএসকেএমের একজন চিকিৎসক ও পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এরপর কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর।

Partha Chatterjee Arrest: অর্পিতাকে নিয়ে ব্যাঙ্কশাল কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে দুর্ঘটনা

অর্পিতাকে সিজিও নিয়ে যাওয়ার সময় ইডির কনভয়ে আচমকা অন্য গাড়ি। আচমকা ইডির গাড়িতে ধাক্কা অন্য একটি গাড়ির। ব্যাঙ্কশাল কোর্ট থেকে সিজিও কমপ্লেক্সে যাওয়ার পথে দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটলেও সুরক্ষিত রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। সুরক্ষিত রয়েছেন ইডি অফিসাররা।

Partha Chatterjee Arrest: কারও সুপারিশে নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ?

পরপর দু’বছর নাকতলা উদয়ন সঙ্ঘের পুজোর মুখ ছিলেন, অর্পিতা মুখোপাধ্যায়। যে পুজো কমিটির অ্যাম্বাসাডর হন প্রসেনজিত্‍, ঋতুপর্ণা, নুসরত, অপরাজিতা আঢ্যর মতো, টলিউড তারকারা... সেখানে কীকরে সুযোগ পেলেন অর্পিতা? কারও সুপারিশ ছিল কি? উঠছে প্রশ্ন।

Partha Chatterjee Arrest: গ্রেফতার পার্থ, শিয়ালদা স্টেশন চত্বরে ঢ্যাঁড়া পিটিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব SFI সমর্থকরা

এসএসসি-তে শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিয়ালদা স্টেশন চত্বরে ঢ্যাঁড়া পিটিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন এসএফআই সমর্থকরা। 

Partha Chatterjee Arrest: ‘ইডি-র সঙ্গে ডন-এর মতো ব্যবহার করছেন পার্থ’, হাইকোর্টে সওয়াল সংস্থার আইনজীবীর

এসএসকেএমে পার্থ, হাইকোর্টে ইডি-র মামলার শুনানি শেষ, স্থগিত রায়দান। ‘ইডি-র সঙ্গে ডন-এর মতো ব্যবহার করছেন পার্থ চট্টোপাধ্যায়’। হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর। ‘জোকা ইএসআইয়ের উপর চাপ সৃষ্টি করা হয়েছে’। ‘কার্বন কপির ওপর পেন দিয়ে লেখা হয়েছে’। আদালতে পাল্টা সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর।

Partha Chatterjee Arrest: তদন্ত ঠিকমতো হলে পার্থর যা হাল হয়েছে, কাল মুখ্যমন্ত্রীরও তাই হওয়া উচিত : বিকাশরঞ্জন ভট্টাচার্য

‘গোটা তৃণমূল দল এবং প্রশাসনই দুর্নীতিতে জড়িত’। ‘মুখ্যমন্ত্রী স্বয়ং যুক্ত’। ‘তদন্ত ঠিকমতো হলে পার্থর যা হাল হয়েছে, কাল মুখ্যমন্ত্রীরও তাই হওয়া উচিত’। দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে আক্রমণ সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

Partha Chatterjee Arrest: ‘যত বড় নেতাই হোন, রাজ্য সরকার ব্যবস্থা নেবে’, পার্থর গ্রেফতারি নিয়ে দাবি কুণালের

‘যত বড় নেতাই হোন, রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে’। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে দাবি কুণাল ঘোষের

Partha Chatterjee Arrest: 'অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান', শুভেন্দুকে কটাক্ষ করে ট্যুইট দেবাংশুর

ফ্ল্যাটে টাকার পাহাড়। গ্রেফতার তৃণমূলের মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আর এরপরই গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে দাবি করেন, ২১ জুলাইয়ের মঞ্চ আলো করে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাল বান্ধবী। পাল্টা আজ একটা ছবি পোস্ট করে ট্যুইটে যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য। ট্যুইটারে তিনি লিখেছেন, অর্পিতা মুখোপাধ্যায়ের যে ছবি, তৃণমূলের একুশে জুলাই-এর সভার বলে চালাচ্ছেন লোডশেডিং–এ জেতা বিরোধী দলনেতা, সেটি সম্পূর্ণ ভুয়ো। ওই অনুষ্ঠানটি একটি অরাজনৈতিক রক্তদান শিবিরের অনুষ্ঠান। রইল ছবির ফ্রন্ট ভিউ। লোডশেডিং অধিকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে না কেন? শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ট্যুইট দেবাংশু ভট্টাচার্যর।

Partha Chatterjee Arrest: অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ, ১দিনের ইডি হেফাজতের নির্দেশ

ইডি হেফাজতে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। একদিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের।
কাল ফের অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হবে।

Partha Chatterjee Arrest: 'এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না’, হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর

ইডি হেফাজতের পর এসএসকেএমে পার্থ চট্টোপাধ্যায়। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে ইডি। ‘আমাদের বক্তব্য না শুনেই নির্দেশ দিয়েছে নিম্ন আদালত’। ‘আমরা ১৪ দিনের হেফাজত চেয়েছিলাম, কিন্তু মাত্র ২ দিন দেওয়া হয়েছে’। ‘নির্দিষ্ট একটি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আদালত নির্দেশ দিতে পারে না’।
‘এসএসকেএম ইডির সঙ্গে সহযোগিতা করছে না’। ‘ইডি অফিসরদের সঙ্গে দুর্ব্যবহার করছে’। হাইকোর্টে সওয়াল ইডির আইনজীবীর।

Partha Chatterjee Arrest: ‘একটা পেঁয়াজ পাওয়া গেছে, খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে’, আদালতে দাবি ইডির আইনজীবীর

ব্যাঙ্কশাল আদালতে অর্পিতা মুখোপাধ্যায়কে পেশ ইডির। আদালতে সওয়াল-জবাব শেষ। ‘একটা পেঁয়াজ পাওয়া গেছে, খোসা যত ছাড়ানো হবে, ততই তথ্য বেরোবে’
আদালতে দাবি ইডির আইনজীবীর। ‘আলিবাবার বাক্সর মত উদ্ধার হয়েছে ৭৬ লক্ষ টাকার গয়না’। ‘ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার ২১ কোটি ৯০ লক্ষ টাকার নগদ’। ‘কোথা থেকে পেলেন এত টাকা? জানতে হবে’। আদালতে সওয়াল ইডির আইনজীবীর।

Partha Chatterjee Arrest: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার

এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার এনিয়ে গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

Partha Chatterjee Arrest: বিলাসবহুল জীবনযাপন করতেন অর্পিতা মুখোপাধ্যায়

বিলাসবহুল জীবনযাপন করতেন পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডি সূত্রে খবর, ক’বার বিদেশে গিয়েছেন অর্পিতা, কোথায় কোথায়, কোন সময়ে গিয়েছিলেন, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হবে। তাঁর আর কী সম্পত্তি রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও জানতে চাইবে ইডি। পাশাপাশি, অর্পিতার বিদেশযাত্রার কারণ ও বিলাসবহুল জীবনযাত্রার জন্য অর্থের জোগান কোথা থেকে হত, তার হিসেব পাওয়ারও চেষ্টা করছেন তদন্তকারীরা। খবর সূত্রের।

Partha Chatterjee Arrested: হাসপাতালে থাকলে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে, আশঙ্কা বিকাশরঞ্জনের

সরকারি হাসপাতালে থাকলে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে। আশঙ্কা সিপিএমের রাজ্যসভার সাংসদ ও আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

Partha Chatterjee Arrest: হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই অর্পিতার, জানাল আদালত

পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্টে পেশ। ইএসআই জোকায় মেডিক্যাল টেস্টের পর ব্যাঙ্কশাল কোর্টে পেশ। শারীরিক অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি হতে চান অর্পিতা, খবর সূত্রের। চিকিত্‍সক বলেন, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই, ইএসআই জোকা সূত্রে খবর। ওষুধ দিয়ে চিকিত্‍সকরা বলেন ভর্তির প্রয়োজন নেই, ইএসআই জোকা সূত্রে খবর। 

Partha Chatterjee Arrested: 'এজেন্সির মান্যতাকে নষ্ট করা হচ্ছে', পার্থ-গ্রেফতারি প্রসঙ্গে বললেন ফিরহাদ

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন,'এজেন্সির মান্যতাকে নষ্ট করা হচ্ছে।  এটা খুবই দুঃখের। মেহুল চোকসির তদন্ত করা উচিত। নীরব মোদি, বিজয় মাল্য-র মতো বড় অপরাধের তদন্ত করা উচিত। যারা দেশের ক্ষতি করতে পারে, সেখানে এই তদন্ত হওয়া উচিত।'

Partha Chatterjee Arrest: 'এসএসকেম অপরাধীদের আশ্রয়স্থল', পার্থ-র SSKM-এ থাকা নিয়ে বললেন বিকাশরঞ্জন

'এসএসকেম অপরাধীদের প্রকৃতপক্ষে একটা আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে বেরোবার চেষ্টা করতে হবে।  পার্থ-র SSKM-এ থাকা নিয়ে বললেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।


 


 

Partha Chatterjee Arrested: পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার মেডিক্যাল টেস্ট

জোকা ইএসআই-এ অর্পিতা মুখোপাধ্যায়ের মেডিক্যাল টেস্ট। আমি কোনও দল করি না, হাসপাতাল থেকে বেরনোর সময় মন্তব্য অর্পিতার।

Partha Chatterjee Arrest: পার্থকে ফের নিশানা সুকান্তের

পার্থ গ্রেফতার হতেই, সোশ্যাল মিডিয়ায় কুণাল-পার্থের ভিডিও শেয়ার করে সুকান্ত মজুমদার বললেন, নিয়তির নির্মম পরিহাস।

Partha Chatterjee Arrested: পার্থ- বক্তব্য নিয়ে বেসুরো ফিরহাদ

পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য নিয়ে বেসুরো তৃণমূল। গতকাল সকালে পার্থ দাবি করেছিলেন, মমতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর সঙ্গে কথা বলতে পারেননি। এরপরেই ফিরহাদ বলেন, ইডি অভিযানের পর ওনার ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, তাহলে উনি ফোন করার চেষ্টা কীভাবে করলেন, প্রশ্ন তোলেন তিনি। 

Partha Chatterjee Arrest: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে কী প্রশ্ন করতে পারে ইডি

পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বিলাসবহুল যাত্রার অর্থ যোগান আসত কীভাবে, এনিয়ে জিজ্ঞাসাবাদ করবে ইডি। আগেই সূত্র মারফৎ জানা গিয়েছিল, দফায় দফায় আজ থেকে জিজ্ঞাসাবাদ চালাবে ইডি। যদিও এই মুহূর্তে SSKM-এ পার্থ-র অবস্থা স্থিতিশীল, তাহলে কি দুজনকেই জিজ্ঞাসাবাদ করবে ইডি ? অর্পিতাকে করলেও পার্থ-র ইস্যু নিয়ে  কিছু স্পষ্ট করেনি ইডি।

Partha Chatterjee Arrested: পার্থ-র SSKM থাকা নিয়ে প্রতিক্রিয়া বিকাশরঞ্জনের

পার্থ-র SSKM থাকা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম সাংসদ- আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, একেবারে সঙ্গত কারণেই আপত্তি জানাচ্ছে ইডি। তাঁর কথায়, 'এত বড় একটা দুর্নীতি, এক জন মন্ত্রী সরাসরি যুক্ত। পার্থকে SSKM-এ রাখা হচ্ছে মানে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা হতে পারে। এবং সেটা হয়ও। ইডিকে এই সব বিষয়ে তৎপর হতে হবে।' 

Partha Chatterjee Arrest: পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ ইডি

পার্থ চট্টোপাধ্যায়ের ইস্যুতে হাইকোর্টের দ্বারস্থ ইডি। সূত্রের খবর, গতকাল রাতেই প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে ইডি। জানা গিয়েছে, তাঁর অনুমতিক্রমে মামলা দায়েরের প্রক্রিয়াও এর মধ্যে শেষ হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যে ভাবে গ্রেফতারির পরই পার্থকে SSKM-এ নিয়ে যাওয়া হয়েছে, সেই প্রক্রিয়ার তাঁরা বিরোধিতা করছেন। তাঁরা চান, পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসা কম্যান্ড হাসপাতালে হোক। 

Partha Chatterjee Arrested: পার্থকে SSKM-এ রাখা নিয়ে আপত্তি ইডি-র

পার্থকে SSKM-এ রাখা নিয়ে আপত্তি ইডি-র।  মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কা, অতীতেও উদাহরণ অনেক রয়েছে বলে জানিয়েছে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কম্যান্ড হাসপাতালে চিকিৎসা হোক, দাবি ইডি-র।

Partha Chatterjee Arrest: হুইল চেয়ারে করে নিয়ে আসা হয় পার্থকে

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরিয়ে যায় পার্থর কনভয়। ১৫ মিনিটের মধ্যে পৌঁছয় SSKM হাসপাতালে। ৭ টা ৪৫ নাগাদ একজনের কাঁধে ভর দিয়ে নামতে দেখা যায় পার্থকে। এরপর হুইল চেয়ারে করে তাঁকে নিয়ে আসা হয় জেনারেল এমার্জেন্সি বিভাগে।

Partha Chatterjee Arrested: পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে পরবর্তী পদক্ষেপ কী

পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও এরপরের পদক্ষেপ কী নেওয়া হবে তা জানানো হয়নি। যদিও এসএসকেম-এ ভর্তির সিদ্ধান্ত হাইকোর্টের, তাই এক্ষেত্রেও সিদ্ধান্ত নেবে আদালত।

Partha Chatterjee Arrest: স্থিতিশীল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়

 গ্রেফতারের পর এসএসকেম-এ প্রথম রাত কাটালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।স্থিতিশীল রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, জানালো এসএসকেম।

Partha Chatterjee Arrested: পার্থকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

প্রাক্তন শিক্ষামন্ত্রী দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্বে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। শুক্রবারের পর থেকেই অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। জানান তাঁর আইনজীবীও। যদিও এসএসকেম-এ ভর্তি হওয়া নিয়ে ভিন্নমত প্রকাশ ইডি-র।

Partha Chatterjee Arrest: পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে জিজ্ঞাসাবাদে বেরোল বিস্ফোরক তথ্য

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদে বেরোল বিস্ফোরক তথ্য। ইডি সূত্রে দাবি, অর্পিতা জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের কাছ থেকে দালালের মাধ্যমে টাকা নেওয়া হত। সেই টাকা ধাপে ধাপে পৌঁছত সরকারি কর্মচারী, আমলা, নেতা-মন্ত্রীদের কাছে।  

Partha Chatterjee Arrested: এসএসকেম পার্থ চট্টোপাধ্যায়কে নজর রেখেছেন মেডিক্যাল টিম

এসএসকেম পার্থ চট্টোপাধ্যায়কে নজর রেখেছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম। বিশেষজ্ঞ দলে রয়েছেন কার্ডিওলডি, বক্ষ, অর্থপেডিক, নেফ্রোলজি , মেডিসিন, এন্ডোক্রিনোলজির চিকিৎসকেরা। 

Partha Chatterjee Arrest: তিনতলায় এসি-১ কেবিনে পার্থ

কার্ডিওলজির আইসিইউ ১৮ নম্বর বেড থেকে তিনতলায় এসি-১ কেবিনে স্থানান্তরিত করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে। নজর রেখেছেন ৬ সদস্যের মেডিক্যাল টিম।

Partha Chatterjee Arrested: আইসিসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে

গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে ২ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ইডি হেফাজতের পর রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে আইসিসিইউ থেকে কেবিনে শিফট করা হয়েছে।

Partha Chatterjee Arrest: মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ।

মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ। এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল। 

প্রেক্ষাপট

কলকাতা: একটানা উনিশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর, রাজ্যের শিল্প, পরিষদীয় ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করল ইডি। অন্যদিকে, একুশ কোটির বেশি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও (Arpita Mukherjee)। ট্রাঙ্ক ভর্তি করে নিয়ে যাওয়া হয় অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পাহাড়।


২দিনের ইডি হেফাজতে পার্থ। কোর্টের নির্দেশে এসএসকেএমে (SSKM) ভর্তি। জোকা ইএসআইয়ে মেডিক্যালের পরে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) নিয়ে যাওয়া হল অর্পিতাকে। 


মন্ত্রী-মহাসচিব দুই পদেই বহাল থাকছেন দুর্নীতি মামলায় ধৃত পার্থ (Partha Chatterjee) । এখনই ব্যবস্থা নয়, জানিয়ে দিল দল।


পার্থর পর অর্পিতা। ফ্ল্যাটে টাকার পাহাড় গোনার পর গ্রেফতার অর্পিতা। ২১ কোটি টাকা কোথা থেকে এল? প্রশ্ন সুকান্তর (Sukanta Mazumdar)। 


মন্ত্রী-ঘনিষ্ঠের ফ্ল্যাটে টাকার পাহাড়! গুণতে একদিন পার! ২১ কোটি টাকা, প্রায় দেড় কোটির সোনা, বিদেশি মুদ্রা নিয়ে যাওয়া হল ট্রাক ভর্তি ট্রাঙ্ক!  


অর্পিতার ফ্ল্যাটে টাকা-গয়নার মধ্যে শিক্ষা দফতরের খাম। কীভাবে টাকা পৌঁছত আমলা-নেতা-মন্ত্রীদের কাছে? জানিয়েছেন মন্ত্রী-ঘনিষ্ঠ, দাবি ইডি সূত্রে। 


হাইকোর্ট সিবিআই দিয়েছিল, কেন অতিসক্রিয় ইডির (Enforcement Directorate)? কোর্টে সওয়াল পার্থর আইনজীবীর। অর্পিতা-পার্থর যোগসূত্র সরাসরি। তদন্ত করব না? পাল্টা ইডি। 


২১ জুলাইয়ের মঞ্চ আলো করে ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভাল বান্ধবী। নতুন ছবি ট্যুইট করে আক্রমণে শুভেন্দু। 


নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-জালে হেভিওয়েট। ঘনিষ্ঠের ফ্ল্যাটে নগদ ২১ কোটির বেশি! শান্তিনিকেতনে একাধিক বাড়ি ঘিরে সন্দেহ ইডির। 


টাকা, ১০টি বাড়ির মালকিন পার্থ-ঘনিষ্ঠ অধ্যাপিকা মোনালিসা (Monalisa Das), অভিযোগ দিলীপের। আমার পেশায় আমি সত্‍, উনি শিক্ষামন্ত্রী, আমি শিক্ষিক, যোগাযোগ এটুকুই, দাবি অধ্যাপিকার।


শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ। টাকার পাহাড়ে মন্ত্রী-ঘনিষ্ঠ! ৪৯৬ দিনে চাকরিপ্রার্থীদের আন্দোলন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নালিশ। ধর্নামঞ্চে গিয়ে রাজ্যকে নিশানা বিরোধীদের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.