কলকাতা : দুয়ারে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। সরকারিভাবে ঘোষণা না হলেও মাস দুই তিনেক পরই রাজ্যজুড়ে বাজতে চলেছে নির্বাচনের দামামা। গ্রাম বাংলা দখলের ভোটে রাজ্যের প্রত্যন্ত প্রান্তে পৌঁছে যাওয়ার লক্ষ্য নিয়ে রাজ্য বাজেটে বড় ঘোষণা করল রাজ্য সরকার (West bengal Government)। বিধানসভায় রাজ্য বাজেট পেশের মাঝে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) ঘোষণা করলেন, রাজ্যের নতুন প্রকল্পের কথা।
রাস্তাশ্রী। যে প্রকল্পের অধীনে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাস্তা নিয়ে যে বড় ঘোষণা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্য সরকারের অন্যতম প্রাধান্য ছিল রাজ্যের বিভিন্ন প্রান্তের রাস্তা। সড়ক তৈরি থেকে মেরামতি, এজেন্ডায় প্রাধান্য পাচ্ছিল। প্রসঙ্গত, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে 'পথ-বিবাদ'-এ জড়িয়েছে রাজ্য. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নামবদল নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে।
রাস্তা থেকে আবাস, মিড ডে মিল থেকে পঞ্চায়েতের কাজ একাধিক ক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের বিরুদ্ধে বিরোধীদের ভুরি ভুরি অভিযোগের ভিত্তিতে রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এর মাঝেই পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যের সড়ক-যোগাযোগ আরও উন্নত করে তুলে জনসাধারণের সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যই নিল রাজ্য সরকার। পাশাপাশি জনদরদী এই সিদ্ধান্তের জেরে নজর যে পঞ্চায়েত ভোটের ভোটবাক্সে, তাও মনে করছে রাজনৈতিক মহল।
রাস্তা ছাড়াও রাজ্য বাজেটে থাকল কী কী ?
বাড়ল ডিএ - 'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ। আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর', জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। বর্তমানে কেন্দ্র ও রাজ্যের ডিএ তফাৎ ৩৫ শতাংশ।
বার্ধক্য ভাতা - ৬০ বছর অতিক্রম করলে এঁরা বার্ধক্য ভাতা পাবে।
বাড়ল বিধায়ক ভাতা - বিধায়ক তহবিলের বরাদ্দ বাড়ানো হল, ৬০ হাজার কোটি টাকা বরাদ্দ।
স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড় - বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।
এছাড়া রাজ্যে ১.৮৮ কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হবে। দেউচা পাঁচামিতে ১ লক্ষেরও বেশি কর্মসংস্থান হবে বলেও ঘোষণা অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর। বানতলা লেদার হাবে ৩ লক্ষ কর্মসংস্থান হয়েছে। অনগ্রসর এবং ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য মেধাশ্রী ঘোষণা করা হয়েছে। স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশে পশ্চিমবঙ্গ প্রথমস্থানে। 'স্বনির্ভর গোষ্ঠীকে দেয়া ঋণের পরিমাণ প্রায় ২৫ শতাংশ বেড়েছে। শস্যবীমা চালুর ফলে কৃষি উৎপাদন নজিরবিহীনভাবে বেড়েছে। বিধানসভায় বাজেট পেশের মাঝে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী।
আরও পড়ুন- 'এই বাজেট কর্মসংস্থানের বাজেট; যতটা পেরেছি, করেছি', মন্তব্য মমতার