নয়াদিল্লি: প্রতিভাধারীরা এমন খামখেয়লি হন বলে আড়াল করতে দেখা যায় শুভাকাঙ্খীদের। কিন্তু এত বড় পোর্টফোলিও সত্ত্বেও তাঁর আচরণে নানা সময় ক্ষুদ্ধ হন অনেকে। এ বারও সোশ্যাল মিডিয়ায় তেমনই পোস্ট দিয়ে কার্যত শোরগোল বাধালেন ইলন মাস্ক (Elon Musk)। ট্যুইটারের চিফ এগজিকিউটিভ হিসেবে নিজের পোষ্যকে তুলে ধরেছেন তিনি। আর তা নিয়েই শুরু হয়েছে চর্চা (Twitter New CEO)।


সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে কার্যত শোরগোল বাধালেন ইলন মাস্ক


ট্যুইটারের নথিপত্তির সামনে, ভারিক্কি চেয়ারে বসে থাকা অবস্থায় নিজের পোষ্য ফ্লোকির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে, ট্যুইটারের লোগো বসানো নথি টেবিলে ছড়ানো রয়েছে। মুখে কেমন যেন চওড়া হাসিও লেগে রয়েছে। গায়ে চাপানো ফুলহাতা টিশার্ট। বুকের উপর লেখা রয়েছে CEO.  


ওই ছবি পোস্ট করে ট্যুইটারে মাস্ক লেখেন, 'নতুন সিইও অসম্ভব রকমের ভাল'। অন্য আর একটি ট্যুইটে লেখেন, 'আগের যে সিইও ছিলেন, তাঁর চেয়ে ঢের বেশিই'। সংখ্যার হিসেব-নিকেশের ব্যাপারেও তাঁর পোষ্যর তুলনা নেই বলে দাবি মাস্কের। 'পুষ্পারাজ'তের মতো ফ্লোকির ব্যক্তিত্বও 'পুরো আগুন' বলে বর্ণনা করেছেন মাস্ক।



আরও পড়ুন: US on BBC Raid: 'বিশ্বজুড়ে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পক্ষে', BBC-তে IT তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া আমেরিকার


নেহাত মজার ছলে এই পোস্ট করেছেন মাস্ক, নাকি গুরুগম্ভীর বিষয়, তা যদিও জানা যায়নি। তবে এই পোস্ট ট্যুইটারের প্রাক্তন CEO পরাগ আগরওয়ালকে উদ্দেশ্য করেও, করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন কেউ কেউ। কারণ এই পোস্টের আগে ভারতীয় বংশোদ্ভূত একজনের সঙ্গে কাজকর্মের ধর নিয়ে সমাজমাধ্যমে তর্ক চলছিল মাস্কের। যদিও সরাসরি কারও নাম নেননি মাস্ক। যদিও মাস্কের সেই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।



নেহাত মজার ছলে এই পোস্ট করেছেন মাস্ক, নাকি গুরুগম্ভীর বিষয়!


দীর্ঘ জল্পনা-কল্পনার পর ট্যুইটারের মালিকানা হাতে পেয়েছেন মাস্ক। তার পর ২০২২ সালের অক্টোবর মাসে ট্যুইটারের প্রাক্তন CEO পরাগকে বহিষ্কার করেন। দু'জনের মধ্যে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছয় যে আদালতে যেতে হয় পরাগকে। ট্যুইটার কেনার চুক্তি করলেও, কিছু শর্ত মানা নিয়ে মাস্ক পালিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ করেন পরাগ। ট্যুইটারের মালিকানা পাতে পেয়ে, আরও এক ভারতীয় বংশোদ্ভূত নেড সেহগলকে বহিষ্কার করেন মাস্ক। এর পর, দায়িত্ব হাতে পেয়েই ট্যুইটারের অর্ধেক কর্মী ছাঁটাই করেন। অন্য কেউ দায়িত্ব নিলে, তিনি ট্যুইটারের  CEO হিসেবে দায়িত্ব ছেড়ে দেবেন বলেও জানান মাস্ক। তাই মাস্ক নিজে CEO হিসেবে পোষ্য় ফ্লোকির ছবি দেওয়ায়, আমোদ পেয়েছেন নেট দুনিয়ার মানুষ জন।