কলকাতা : মন্ত্রিসভায় রদবদল ঘিরেও রাজ্য-রাজ্যপাল সংঘাত । 'মন্ত্রিসভায় রদবদলের কথা জানিয়ে ৩ দিন আগে নাম পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী', কিন্তু এখনও সম্মতি মেলেনি রাজ্যপালের (Bengal Governor), খবর সূত্রের। সাধন পাণ্ডের মৃত্যুর পর দফতরের দায়িত্ব অন্য মন্ত্রীকে দেওয়া হলেও পদ শূন্য রয়েছে। সাধন পাণ্ডের ছেড়ে যাওয়া পদেই জায়গা হতে পারে নতুন মন্ত্রীর : সূত্র।


প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ ঘিরে এমনতিতেই রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও তুঙ্গে উঠেছে। ৫ উপাচার্যের পদত্যাগ নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যপালের। পদত্যাগী উপাচার্যদের প্রাণনাশের হুমকি দিয়েছে দুষ্কৃতীরা, অভিযোগ রাজ্যপালের।  শিক্ষা দফতর তাঁদের ভয় দেখিয়েছে, আইএএস অফিসাররা চাপ দিয়েছেন, বিস্ফোরক দাবি রাজ্যপালের। কেন ৫ উপাচার্যকে পদত্যাগ করতে হল ? প্রশ্ন সিভি আনন্দ বোসের।


'উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে বেআইনি বলেছে সুপ্রিম কোর্ট, (Supreme Court) এই পরিস্থিতিতে আচার্য হিসাবে আমি অন্তবর্তী উপাচার্য নিয়োগ করেছি, শিক্ষা দফতর বলছে আমার সিদ্ধান্ত ভুল, হাইকোর্ট বলেছে ঠিক। নানা কারণে সরকার মনোনীত উপাচার্যদের নিয়োগ করা যায়নি। সরকার মনোনীত উপাচার্যদের মধ্যে কেউ দুর্নীতিগ্রস্ত, কেউ পড়ুয়াদের হেনস্থায় জড়িত', অনেকে আবার রাজনৈতিক খেলা খেলছেন, অভিযোগ সিভি আনন্দ বোসের (CV Ananda Bose)।


ফের দুর্নীতি ও র‍্যাগিং (Ragging) মুক্ত ক্যাম্পাসের সওয়াল রাজ্যপালের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রসঙ্গ টেনে সরব আচার্য। 'ক্যাম্পাসের নরখাদকরা ১৭ বছরের একটি ছেলেকে কেড়ে নিয়েছে, যাদবপুরের মতো নামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের বলি হতে হয়েছে এক পড়ুয়াকে', ক্যাম্পাসকে দুর্নীতি ও র‍্যাগিং মুক্ত হতে হবে, আমি এর শেষ দেখে ছাড়ব, হুঁশিয়ারি রাজ্যপালের। 


এদিকে, বাংলা দিবস পালন নিয়ে কার্যত রাজ্যপালের দিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মুখ্যমন্ত্রী। ১ বৈশাখই বাংলা দিবস পালিত হবে, বিরোধী দলনেতাকে পাল্টা চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর। 'এতদিন ২০ জুন পালন করা হয়নি বলে ১ বৈশাখ বাংলা দিবস পালনের ভাবনা আসেনি, কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি পালনের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি। রাজভবনকেও অনুরোধ করেছিলাম ২০ জুন পালন না করতে। রাজ্যপাল সই না করলে আমার কিছু যায় আসে না। আমরা ১ বৈশাখকে আমরা বাংলা দিবস হিসেবে পালন করব', বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন- 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ চাইলেই ভাঁড়ার শূন্য, কিন্তু মন্ত্রী-বিধায়কদের বেতন বাড়ছে কীভাবে' প্রশ্ন যৌথ সংগ্রামী মঞ্চের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial