সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, কলকাতা : একদিনে হাইকোর্টে ( Calcutta High Court ) ৪ ধাক্কা ! সেই সঙ্গে সুপ্রিম কোর্টেও ( Supreme Court ) অস্বস্তি! একের পর এক মামলায় কলকাতা হাইকোর্টে বিড়ম্বনার মুখে তৃণমূল ও রাজ্য় সরকার!



প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায়, শুক্রবার নজিরবিহীনভাবে ৩৬ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় ( Justice Abhijit Gangopadhyay )। সেই সঙ্গে বিচারপতি এও বলেছেন, চাইলে এই ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়ার, টাকা মানিক ভট্টাচার্যর থেকে নিতে পারে রাজ্য় সরকার। তাঁর বিরুদ্ধে চাকরি বিক্রির চাঞ্চল্য়কর অভিযোগ সামনে এসেছে! ইডি-র তরফে দাবি করা হয়েছে, ২০১৪ সালের টেট-এ ৩২৫ জনকে পাস করিয়ে দিতে ৩ কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য! তাঁর ৩০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে বলেও দাবি করেছিল এনফোর্সমেন্ট ডিরক্টরেট।



রাজ্য় সরকার চাইলে, সেই মানিক ভট্টাচার্যর থেকে টাকা নিয়ে, ৩৬ হাজার শূন্য়পদে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে পারে বলে শুক্রবার মন্তব্য় করল কলকাতা হাইকোর্ট। 

পুরসভায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে হাকিম বদলালেও, বদলাল না হুকুম! বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া CBI তদন্তের রায় বদলালেন না বিচারপতি অমৃতা সিন্হা। সিবিআই তদন্তের রায় বহাল রাখলেন তিনি! বিচারপতি অমৃতা সিন্হা স্পষ্টই বলেছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতর যাতে দুর্নীতিমুক্ত হয়, সে জন্য রাজ্য সরকারের উচিত এই তদন্তে সহযোগিতা করা।              

কুন্তল ঘোষ ও তাঁকে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত নির্দেশের মামলায় হাইকোর্টে অব্য়াহতি পেলেন না অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। শুক্রবার এই মামলায় কোনও অন্তর্বর্তী নির্দেশ দেননি বিচারপতি অমৃতা সিন্হা।                   

পুলিশ না দিলেও, বাঁকুড়ার সিমলাপালে শুভেন্দু অধিকারীর সভা এবং ১৪ মে পটাশপুরে শুভেনদুর মিছিলে সবুজ সঙ্কেত দিল হাইকোর্ট। এর পাশাপাশি এরাজ্য়ে দ্য় কেরালা স্টোরি দেখানো নিষিদ্ধ করা নিয়ে সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে পড়েছে রাজ্য় সরকার। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এদিন প্রশ্ন তুলেছে, অন্য় রাজ্য়ে শান্তিপূর্ণভাবে ছবি চললে, পশ্চিমবঙ্গে কেন অশান্তি হবে?            


----------------------


কর্নাটক বিধানসভার ফলাফল জানতে চোখ রাখুন - 


ABP News LIVE
https://www.youtube.com/live/nyd-xznCpJc?feature=share


ABP Ganga LIVE
https://www.youtube.com/live/zUlYQa2v6-k?feature=share