West Bengal News Live : কোচবিহারে শুভেন্দু অধিকারীর মিছিলে ধুন্ধুমার, ঘটনায় গ্রেফতার ৭
ভোটার লিস্টে গরমিল, ২ WBCS অফিসারের বিরুদ্ধে FIR-এর নির্দেশ কমিশনের।ইস্যু ’বাংলার অপমান’, আজ ঝাড়গ্রামে মিছিল মুখ্যমন্ত্রীর।কোচবিহারের পর আজ বারাসাতে শুভেন্দু
ABP Ananda Last Updated: 06 Aug 2025 01:30 PM
প্রেক্ষাপট
কোচবিহারে শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার। কনভয়ে হামলা। খুনের চক্রান্তের অভিযোগ। বুলেটপ্রুফ গাড়ি না হলে আজ আমাকে মর্গে দেখতে হত, বললেন শুভেন্দু। পুলিশের সামনেই কনভয়ে হামলার অভিযোগ, খুনের চক্রান্ত দেখছেন বিরোধী...More
কোচবিহারে শুভেন্দুর মিছিল ঘিরে ধুন্ধুমার। কনভয়ে হামলা। খুনের চক্রান্তের অভিযোগ। বুলেটপ্রুফ গাড়ি না হলে আজ আমাকে মর্গে দেখতে হত, বললেন শুভেন্দু। পুলিশের সামনেই কনভয়ে হামলার অভিযোগ, খুনের চক্রান্ত দেখছেন বিরোধী দলনেতা। দাবি, এর পিছনে আছে রোহিঙ্গা, হিজবুল, আনসারুল্লা বাংলা ! পাল্টা উস্কানির অভিযোগ তৃণমূলের।ভোটার লিস্টে কারচুপি, বারুইপুর পূর্ব-ময়নার ২ বিসিএস অফিসার-সহ ৪জনের সাসপেনশন চেয়ে এফআইআর দায়ের করতে বলল কমিশন। মুখ্যসচিবকে চিঠি।ডেটা এন্ট্রি অপারেটরদের আইডি-পাসওয়ার্ড, যাচাই না করেই ভোটার লিস্টে শতাধিক। ৫জনের বিরুদ্ধে এফআইআর করে রিপোর্ট দেওয়ার নির্দেশ কমিশনের।এবার অভিষেকের নজরেও বিএলও। অনেকের রন্ধ্রে সিপিএমের অভিযোগে চিহ্নিত করার নির্দেশ। এতদিন তো ক্ষমতায়, কী করছেন মুখ্যমন্ত্রী? পাল্টা সুজন।১০০র বেশি ভোটে হারলেই বুথ সভাপতি-সমীক্ষক বদল। দলের ঊর্ধ্বে কেউ নয়, চলতে হবে সবাইকে নিয়ে। ৯ হাজার নেতার ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের।ভিষেকের সঙ্গে বৈঠকের আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা গৃহীত। লোকসভার চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। ডেপুটি দলনেতা শতাব্দী রায়।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
West Bengal News : মগরার পর এবার বারাসাত! বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ
মগরার পর এবার বারাসাত, ফের শুভেন্দু অধিকারীর সভাস্থলের কাছে তৃণমূলের পতাকা! বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সংঘর্ষের ছবি ভাইরাল