সুনীত হালদার,হাওড়া: একমাসের মধ্যে দ্বিতীয়বার ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কাজ বন্ধ।পরিবহণ খরচ বাড়ানোর দাবিতে ধর্মঘটে ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন।কলকাতা ও সংলগ্ন জেলায় পেট্রোল পাম্প ড্রাই হয়ে যাওয়ার আশঙ্কা।


শনিবার সকাল থেকে হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান ওয়েলের ডিপোয় কোনও ট্যাঙ্কার পেট্রোল-ডিজেল লোডিং-আনলোডিং করেনি। ধর্মঘটী ট্যাঙ্কার মালিকদের সংগঠনের দাবি, ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি না রাখায় ধর্মঘটে নামতে হয়েছে।অ্যাসোসিয়েশনের অভিযোগ, এর আগের ধর্মঘট মেটানোর সময় ইন্ডিয়ান ওয়েল কর্তৃপক্ষ যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তার বেশিরভাগই মানা হয়নি।   


এদিন ২০০-র কাছাকাছি ট্যাঙ্কার ডিপো থেকে বেরোয়নি। অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হওয়ায় তেল সরবরাহ ব্যাহত হয় হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং নদিয়ার একাংশে।  সূত্রের খবর, এরই মধ্যে আগামী ৩১ অগাস্ট একাধিক দাবিতে সব পেট্রোল পাম্পে ধর্মঘট ডেকেছে ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন।  


চলতি মাসের গোড়াতেই ধর্মঘটে নেমেছিল সংগঠন। পরে  ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের লিখিত আশ্বাসে ধর্মঘট থেকে সরে আসে ট্যাঙ্কার মালিকদের সংগঠন। ফের কাজ শুরু হয় হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েলের ডিপোয়। তবে তার আগে ধর্মঘটের প্রভাবে কলকাতা-সহ ৬ জেলার আড়াইশোটি পাম্প তেলশূন্য হয়ে পড়ে। দুর্ভোগ পোহাতে হয় গাড়ি-বাইক চালকদের।
৪৮ ঘণ্টা চলার পর গতবার  হাওড়ার মৌড়িগ্রামে ইন্ডিয়ান অয়েলের ডিপোয় ধর্মঘট প্রত্যাহার করা হয়। কিন্তু ততক্ষণে তেলশূন্য হয়ে যায় বহু পাম্প।কোথাও পেট্রোলের বদলে বিক্রি হয় স্রেফ ডিজেল। সেবার  ট্যাঙ্কার মালিকদের ধর্মঘটে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ার একাংশ মিলিয়ে ২৫০টি পাম্পে ব্যাপক প্রভাব পড়েছিল।হলদিয়া থেকে সরাসরি তেল আনিয়ে সঙ্কট মেটানোর চেষ্টা করেছিল কয়েকটি পাম্প।


ধর্মঘটীদের দাবি ছিল, সম্প্রতি নতুন টেন্ডার প্রক্রিয়ার আগে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানায়, স্বল্প দূরত্বে ট্যাঙ্কার পিছু ২৮০০ টাকা করে ভাড়া দেওয়া হত। তা ২১০০ টাকা করা হচ্ছে।ট্যাঙ্কারের সংখ্যাও ১৯১ থেকে কমিয়ে ১৫০-তে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। এরপর  ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিখিত আশ্বাস দেওয়ার পরে ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন ধর্মঘট তুলে নিয়েছিল।