কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : ২০২২-এর প্রাথমিক নিয়োগের টেটের (Primary TET) ফল প্রকাশ হয়েছে। প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৭৭ জন পরীক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৪ জন করে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। আপাতত সবার দাবি এখন একটাই, স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ হোক।


সর্বোচ্চ নম্বর পেয়ে টেটে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের (Purba Burdwan) আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ (Ina Singh)। ১৫০-র মধ্যে প্রাপ্ত নম্বর ১৩৩ । প্রথম হয়ে সুদিনের আশার পাশাপাশি ইনা 'আন্দোলনের জয়' বলেছেন নিজের কীর্তিকে। অভাবের সংসারে মেয়ে চাকরি পেয়ে আর্থিক হাল ফেরাবেন বলেই প্রত্যাশা তাঁর বাড়ির লোকের। তাঁর মাঝেই টেটে প্রথম হয়ে নিজের ওপর আস্থা আন্দোলনের জেরেই পরীক্ষায় স্বচ্ছতা বলে দাবি করেছেন ইনা। 


'আন্দোলনের জয়'


টেটে রাজ্যে প্রথম স্থান পাওয়া প্রসঙ্গে ইনা সিংহ বলেছেন, 'প্রত্যাশা করিনি প্রথম হব। তবে খুব ভাল লাগছে। সব সময় মনে করতাম, যে সত্যি মেহনত করে, তাঁর কাজ বিফলে যায় না। আজ তা সত্যি হওয়াতে আনন্দ হচ্ছে।' চাকরি সংক্রান্ত একাধিক মামলা ও আন্দোলন রাজ্যজুড়ে। যে প্রসঙ্গে জানতে চাইতে ইনার সাফ জবাব, 'আন্দোলনের জেরেই তো পরীক্ষায় এমন স্বচ্ছতা। এটা তো আন্দোলনেরই জয়। পরিবর্তন ও লড়াইয়ে হচ্ছে জীবন, আশা রাখি, যাঁরা চাকরির জন্য আন্দোলন করছেন, তাঁরা ন্যায়বিচার পাবেন। আস্থা রাখি বিচার ব্যবস্থার ওপর।'


অভাবের সংসার


ইনা সিংহের বাবা বেশ কয়েক বছর ধরে অসুস্থ। ব্যবসা করতেন। তারপর দুর্ঘটনার জেরে আপাতত তিনি বাড়িতে বসা। বাড়ি লাগোয়া কয়েকটি দোকান থেকে যা ভাড়া আসে, তা দিয়েই চলে তাঁদের। চাকরির প্রত্যাশায় টেটের জন্য সম্পূর্ণ মনোনিবেশ করেছিলেন ইনা। এবার রাজ্যে টেটে প্রথম হওয়ার পরে ভবিষ্যতে চাকরি পেয়ে সংসারের আর্থিক হালও মেয়ে ফেরাবেন বলেই আশাবাদী ইনার মা কাকলি সিংহ। 


টেটে জেলার জয়জয়কার


টেটে দ্বিতীয় স্থানে থাকা ৪ জনের মধ্যে রয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়ার অদিতি মজুমদার। দ্বিতীয় স্থানে রয়েছেন হুগলির আরামবাগের মৌনিষা কুণ্ডু ও পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায়। তৃতীয় স্থানে থাকা ৪ জনের মধ্য়ে রয়েছেন বাঁকুড়ার সারেঙ্গার বাসিন্দা কল্যাণ মণ্ডল। ইনার সিংহের মতোই টেটের প্রথম দিকের তালিকায় স্থান প্রাপকদেরও দাবি একটাই, স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ।


আরও পড়ুন- কলকাতা জুড়ে টাকার পাহাড় ! এবার বড়বাজারে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট