ভগবানপুর: পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে পুড়ে গেল তৃণমূলের পার্টি অফিস। ভস্মীভূত তৃণমূল কর্মীদের ২টি দোকান। গতকাল রাত ১২টা নাগাদ চিনাদাড়ি গ্রামের পার্টি অফিসে আগুন লাগে। ভগবানপুর বিধানসভা বিজেপির দখলে। তাই তৃণমূলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় ক্ষমতা দেখাতে বিজেপিই আগুন লাগিয়েছে। অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবিরের পাল্টা দাবি, শাসকদলের গোষ্ঠীকোন্দলের জেরেই এই ঘটনা।


দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের বিভিন্ন জেলায় বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। ইতিমধ্যেই একাধিক হিংসার ঘটনাও দেখা গেছে। যেমন- গতকালই বালুরঘাটে বিজেপির (BJP) এক বুথ সভাপতির রহস্যমৃত্যু ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। বালুঘাট ফরেস্টে গাছ থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পরিকল্পনা করে তাঁকে খুন করেছে তৃণমূল (TMC)। এমন অভিযোগ তোলে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদল। 


সোমবার রাতে আত্মীয়র বাড়ি থেকে খাওয়াদাওয়ার পর বেরিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ মেলেনি তাঁর। এরপর মঙ্গলবার ভোরে জঙ্গলে গাছ থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপি নেতার মৃত্যুতে দানা বাঁধে রহস্য। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলে গেরুয়া শিবির। মৃতের নাম সমীর পাহান (৪৫)। তিনি ছিলেন বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ির বিজেপির বুথ সভাপতি।


পরিবারের দাবি, সোমবার বিকেলে কালাইবাড়ি থেকে বালুরঘাটের ফরেস্ট এলাকায় আত্মীয়র বাড়িতে যান। তারপর সেখান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর মঙ্গলবার বালুরঘাটের জঙ্গলে মেলে বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ।


বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয় রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ট্যুইট করেন বিজেপির রাজ্য সভাপতি। ট্যুইটে সুকান্ত মজুমদার লেখেন, বালুরঘাটের কালাইবাড়িতে আরও এক বিজেপি কর্মী সমীর পাহানকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া গেছে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। হিংসা ও খুনের মাধ্যমে যুবসমাজের কণ্ঠ রোধ করতে চান দিদি।


দিনকয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করা হয়। চায়ের দোকানে বসে থাকার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়।


আরও পড়ুন ; 'ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল', তৃণমূল বুথ সভাপতি খুনে বিস্ফোরক তথ্য