ব্যারাকপুরে শ্যুটআউট
ভরসন্ধেয় ব্যারাকপুরে শ্যুটআউট, ১জনের মৃত্যু। বাধা দেওয়ায় এলোপাথাড়ি গুলি। ডাকাতদের হাতে সোনার দোকানের মালিকের ছেলে খুন। আহত ২। হেলমেট, মাস্ক পরে স্টেশনের লাগোয়া সোনার দোকানে ৪ ডাকাতের তাণ্ডব। প্রথমে নিরাপত্তারক্ষীকে ধাক্কা, লুঠে বাধা দেওয়ায় গুলি চালিয়ে বাইকেই চম্পট।
শাসক-সংঘর্ষে রক্তারক্তি
বেলেঘাটার পর নারকেলডাঙা। শহরে ফের তৃণমূলের ২ গোষ্ঠীর সংঘর্ষ। কাউন্সিলর অনুগামীদের সঙ্গে হাতাহাতি। মাথা ফাটল তৃণমূল কর্মীর।
পার্কের বদলে ভ্যাট, বিবাদ
ক্যানেল ওয়েস্ট রোডে পার্ক চেয়ে টক টু মেয়রে ফোন এলাকাবাসীর। আবেদনে সায় মেয়রের। তারপরেও তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠদের তাণ্ডব! অস্বীকার সচিন সিংহের।
চিঠি-মামলায় কুন্তলকে জেরা
অভিষেকের বয়ান সামনে রেখে প্রেসিডেন্সি জেলে গিয়ে কুন্তলকে সিবিআই জেরা। নিজে চিঠি লিখেছিলেন? নাকি তাঁকে দিয়ে লেখানো হয়? জানতে চান তদন্তকারীরা।
কেষ্টর সম্পত্তিতে 'তালা'
অনুব্রত ও তাঁর স্ত্রী-কন্যার নামে থাকা সমস্ত সম্পত্তি অ্যাটাচ করল ইডি। ২৫টি অ্যাকাউন্টে তালা, ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত। ফ্রিজ রাইস মিলের অ্যাকাউন্টও।
'নীতি' বৈঠকে নেই মমতা
মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র করলেন মমতা। যাচ্ছেন না দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানও বয়কটের ডাক। হিসেব দিতে পারবেন না বলেই নীতি আয়োগের বৈঠক এড়াচ্ছেন মমতা, কটাক্ষ বিজেপির। রাজ্যের স্বার্থে যাওয়া উচিত, মন্তব্য বাম-কংগ্রেসের। মোদির স্বৈরাচারিতার প্রতিবাদ, পাল্টা তৃণমূল।
'বয়কট' বনাম 'রাজনীতি'
নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ। কংগ্রেস তৃণমূল, আপ, সহ ১৯ দলের বয়কট। রাজনীতি করা উচিত নয়, প্রতিক্রিয়া অমিত শাহর।
সচিবালয়-সংঘাত
রাজ্য সচিবালয়ে বসে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মমতা-কেজরিওয়াল, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। কেন্দ্রের প্রতিহিংসার বিরুদ্ধে লড়াই, পাল্টা কুণাল।
'তৃণমূল এখন বোমামূল'
শুধু চোর নয়, তৃণমূলকে এখন বোমামূলও বলছে সবাই। বাজি নয়, পঞ্চায়েত ভোটের জন্য বোমা বাঁধছিল এগরার ভানু বাগ, এবিপি আনন্দে বিস্ফোরক শুভেন্দু।
হাসপাতাল ঘুরে মৃত্যু!
বর্ধমান থেকে কলকাতা। তিন সরকারি হাসপাতাল ঘুরেও মিলল না চিকিৎসা। কয়েকশো কিলোমিটার ঘুরে বাড়িতেই মর্মান্তিক মৃত্যু।