কলকাতা: বৃহস্পতিবারের সকালে কোথায় কখন কী ঘটছে রাজ্যে, দেখে নিন সেরা ১০ খবর এক নজরে... 


 


ফের শুভেন্দুর সভায় 'না' 


নন্দীগ্রাম, চন্দ্রকোণা, পটাশপুরের পর এবার বাঁকুড়ার সিমলাপাল। ফের শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি না দেওয়ার অভিযোগ। উঠল পুলিশের বিরুদ্ধে। সিমলাপাল বাজারে রাজবাড়ির মাঠে আজ সভা করার কথা ছিল শুভেন্দুর। বিজেপির অভিযোগ, এই সভার জন্য চেয়েও অনুমতি মেলেনি পুলিশের। শুভেন্দুর সভার অনুমতি পেতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। শুনানিতে দেরি হলে, অন্যদিন সভা হবে বলে জানিয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। শুভেন্দুর সভায় লোক হবে না বুঝে, এই সমস্ত অজুহাত দিচ্ছে, কটাক্ষ তৃণমূলের। 


ট্রেন দুর্ঘটনায় চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা


বর্ধমানের শক্তিগড় স্টেশনে লোকাল ও মালগাড়ির সংঘর্ষের জেরে হাওড়া-বর্ধমান মেইন ও কর্ড লাইনে ব্যাহত ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে হাওড়ামুখী একাধিক দূরপাল্লার ট্রেন। ডাউন শক্তিপুঞ্জ এক্সপ্রেস গতকাল রাত ১২টা ৫৪ থেকে আসানসোল স্টেশনে দাঁড়িয়ে। ডাউন মোকামা প্যাসেঞ্জার রাত ১০টা ২১ থেকে গলসি স্টেশনে দাঁড়িয়ে আছে। ডাউন কুম্ভ এক্সপ্রেস রাত ১০টা ৪৫ থেকে ঝাড়খণ্ডের মধুপুর স্টেশনে দাঁড়িয়ে।ডাউন মিথিলা এক্সপ্রেস রাত ১১টা ২১ থেকে চিত্তরঞ্জন স্টেশনে দাঁড়িয়ে আছে। ডাউন জোধপুর এক্সপ্রেস ভোর ৪টে ৩৪ থেকে ঝাড়খণ্ডের পারশনাথ স্টেশনে দাঁড়িয়ে। ডাউন শিপ্রা এক্সপ্রেস রাত ৩টে ৫৫ থেকে ধানবাদ স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। শক্তিগড়ে দুর্ঘটনার জেরে মেইন লাইনে হাওড়া থেকে মেমারি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রাম পর্যন্ত লোকাল ট্রেন যাতায়াত করছে। 


অভিষেকের বিরোধীশূন্য-হুঙ্কার


কেষ্টহীন বীরভূমে দাঁড়িয়ে পঞ্চায়েতে বিরোধীশূন্য করার হুঙ্কার অভিষেকের। আয়ের সঙ্গে সঙ্গতিবিহান সম্পত্তির অভিযোগে যদি অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে গ্রেফতার করা হয়, তবে একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন বাদ অমিত শাহপুত্র জয় শাহ? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সর্বগ্রাসী মনোভাব থেকেই ভোট সন্ত্রাস, পাল্টা শমীক।


শক্তিগড়ে ট্রেন দুর্ঘটনা


শক্তিগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষে লাইনচ্যুত ডাউন ব্যান্ডেল-বর্ধমান লোকাল। ১০ ঘণ্টা ধরে বন্ধ হাওড়া-বর্ধমান কর্ড, মেইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। 
গতকাল রাত সোয়া ৯টা নাগাদ শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, হাওড়ামুখী ব্যান্ডেল-বর্ধমান লোকাল ও মালগাড়ি ডাইভারশনের সময় একই লাইনে চলে আসে। সংঘর্ষের অভিঘাতে লোকাল ট্রেনের চালকের কামরা এবং  মালগাড়ির চাকা ভেঙে ২টি বগি লাইনচ্যুত হয়। অল্পের জন্য রক্ষা পান লোকাল ট্রেনের যাত্রীরা। ঘটনাস্থলে যান রেলের আধিকারিকরা। লাইন মেরামতির কাজ চলছে। সিগনাল সমস্যার জেরে দুর্ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 


লটারির টাকায় নবজোয়ার?


মাসে ২৫-৩০ কোটি দিচ্ছে ডিয়ার লটারি, এই নবজোয়ার এবার চলো তিহাড়। নবজোয়ারের ফান্ডিং নিয়ে বিস্ফোরক শুভেন্দু। আয়কর রিটার্নে উল্লেখ থাকলে ক্ষতি কি? পাল্টা তৃণমূল। 


তৃণমূলের ভোটেও পুনর্নির্বাচন!


পঞ্চায়েতের আগেই বহরমপুরে তৃণমূলের প্রার্থী বাছাইয়ে ভোটে পুনর্নির্বাচন। এবার স্টেডিয়ামে নয়, ভোট হল পার্টি অফিসে। অতি উৎসাহের ফল, সাফাই নেতৃত্বের।


গোপন আর গোপন নয়!


প্রার্থী বাছাইয়ে তৃণমূলের গোপন ব্যালট আর নয় গোপন! 
প্রকাশ্যে চাঁচল স্টেডিয়ামে ব্যালট পড়ে থাকার ছবি। চলছে ভোট লুঠের ট্রেনিং, কটাক্ষ বিজেপির। 


ফের শাহি-আক্রমণ


সুকন্যার সম্পত্তি দেড়শো গুণ বাড়ায় গ্রেফতার, ৮০ হাজার গুণ বৃদ্ধিতে কেন অধরা অমিত-পুত্র? ফের আক্রমণে অভিষেক। পারলে কোর্টে যান, চ্যালেঞ্জ বিজেপির।


অধ্যক্ষার ঘরে অবস্থান 


অপমানজনক শর্তে অপসারণের অভিযোগে অধ্যক্ষার ঘরে অবস্থানে দমদমের সরোজিনী নাইডু কলেজের মনস্তত্ব বিভাগের ৫ শিক্ষক। অভিযোগ তাদের বেতন ভার বহন করা হবে না জানিয়ে ৫ শিক্ষককে কলেজের তরফে চিঠি দেওয়া হয়। চিঠির সঙ্গে একটি চুক্তিপত্র ধরানো হয়, যাতে বলা হয়েছে ক্লাস প্রতি সাম্মানিক নিতে রাজি হতে হবে। শিক্ষকদের অভিযোগ বিকাশ ভবনে জানিয়েও কোনও লাভ হয়নি। কলেজ কর্তৃপক্ষের তরফেও জানিয়ে দেওয়া হয় তারা সিদ্ধান্তে অনড়। এরপরেই অবস্থান শুরু করেছেন ৫ শিক্ষক। 


সাগরদিঘিতে ব্লক সভাপতি বদল


মুর্শিদাবাদের সাগরদিঘিতে উপনির্বাচনে পরাজিত দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। বদলে আনা হল সংখ্য়ালঘু মুখ শামসুল হুদাকে। রদবদল করলেও সংখ্যালঘু ভোট ফেরাতে পারবে না তৃণমূল। কটাক্ষ করেছে কংগ্রেস। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। 


আরও পড়ুন, ফ্রিজে রাখা তরমুজ খাচ্ছেন গরমে? ভুলেও এই ভুল করবেন না!