স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের


সুপ্রিম কোর্টে জিজ্ঞাসাবাদ মামলায় আপাতত স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি। অভিষেককে জিজ্ঞাসাবাদে স্থগিতাদেশ দিল না সর্বোচ্চ আদালত। তবে অভিষেককে ২৫ লক্ষ টাকার আর্থিক জরিমানায় স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে কোনও হস্তক্ষেপ করবে না, তাও স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত।


ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ২ জনকে গ্রেফতার


ব্যারাকপুর শ্যুটআউটকাণ্ডে ২দিনের মাথায় ২ জনকে গ্রেফতার করল পুলিশ। সোনার দোকানে গুলি করে খুনের ঘটনায় প্রথমে ৩ জনকে আটক করে পুলিশ।এদের মধ্যে  রহড়া থেকে আটক সফি খান নামে এক দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। পরে  বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয় জামশেদ আনসারি নামে আরেক দুষ্কৃতীকে।


ফের উদ্ধার হল বোমা


ফের ফের মুর্শিদাবাদে উদ্ধার হল বোমা। ডোমকলের এবার জঙ্গিপুরের ১৮ নম্বর ওয়ার্ডে বাড়ির পাশে বাঁশবাগানে মিলল ১২ টি তাজা বোমা। বৃহস্পতিবার গভীর রাতে বোমাগুলি উদ্ধার করে রঘুনাথগ়ঞ্জ থানার পুলিশ। কে বা কারা বোমা গুলি মজুত করেছিল খোঁজ চালাচ্ছে পুলিশ।             


রবিবার থেকে বাড়বে তাপমাত্রা


কাল পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও রবিবার থেকে বাড়বে তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজ ও কাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০-৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। শনিবারেও ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।উত্তরবঙ্গে তিন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা।


তৃণমূল খুনে তৃণমূল গ্রেফতার


মুর্শিদাবাদের নওদায় তৃণমূলকর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে দলেরই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। গতকাল বিকেলে নওদার রাজপুরে রাস্তা চওড়া করা নিয়ে বিবাদের জেরে তৃণমূলের দু-পক্ষের মধ্যে লাঠি-বাঁশ নিয়ে সংঘর্ষ হয়। সেই সময় তৃণমূল বিধায়কের এক অনুগামীকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে দলেরই ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। এরপর রাতেই এলাকা থেকে এক তৃণমূলকর্মীকে গ্রেফতার করে নওদা থানার পুলিশ। সংঘর্ষের ঘটনায় আহত ৬ জন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন।  


 তিহাড় জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়েকে


আপাতত তিহাড় জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। আজ সুকন্যা মণ্ডলের জামিনের আবেদনের শুনানি হল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারক। ১ জুন হবে পরবর্তী শুনানি।