কলকাতা: এগরার (Egra) পর বজবজ (Budge Budge), বাড়িতে বেআইনিভাবে বাজি মজুত করার অভিযোগ। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন (Fire), অগ্নিদগ্ধ হয়ে মৃত ৩। অগ্নিদগ্ধ হয়ে এক নাবালিকা সহ মৃত ৩। বজবজের নন্দরামপুর দাসপাড়ায় বাড়িতে বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণ, দাবি স্থানীয়দের। বেআইনিভাবে মজুত বাজিতে আগুন, ভস্মীভূত বাড়ি  ।                   

  


এক নজরে রাজ্যের অন্যান্য খবরগুলি দেখুন- 



  • এগরা বিস্ফোরণকাণ্ডে হাড়হিম করা অভিযোগ! বিস্ফোরণের পরে দগ্ধ কয়েকজনকে বাঁশ দিয়ে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল পুকুরে! তাতেই মৃত্যু হয় কয়েকজনের! ভানু বাগের আরেক ভাইপোর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন স্বজনহারাদের একাংশ। ঘটনার পর থেকেই বেপাত্তা ভানুর অন্য দুই ভাইপো! দু-জনের খোঁজেই তল্লাশি চালাচ্ছে সিআইডি।

  • মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে মঙ্গলবার কলকাতায় আসছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আমলাদের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে অর্ডিন্যান্স এনেছে মোদি সরকার। তা আইনে পরিণত করতে, কেন্দ্র যাতে রাজ্যসভায় বিল পাস করতে না পারে, তার জন্য অবিজেপি দলগুলিকে পাশে চাইছে আম আদমি পার্টি। 

  • প্রবল ঝড়বৃষ্টিতে মাঝপথে বিকল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস।ওড়িশার জাজপুরে  দীর্ঘক্ষণ থমকে রইল ট্রেন। বন্ধ হয়ে গেল আলো, এসি। চরম দুর্ভোগের শিকার হলেন যাত্রীরা। মেরামতির জন্য আজ হাওড়া-পুরী বন্দে ভারত বাতিল করা হয়েছে।

  • মদন মিত্রের অবস্থান বদল। SSKM-কাণ্ডে বয়কটের মন্তব্য থেকে সরে দাঁড়ালেন মদন মিত্র। তবে ভবানীপুর থানায় তাঁর বিরুদ্ধে FIR দায়ের নিয়ে খোঁচা দিতে ছাড়েননি কামারহাটির তৃণমূল বিধায়ক। তাঁর বক্তব্য, কণ্ঠে আমার কাঁটার মালা, সোনা পাচার, গরু পাচার, কয়লা পাচারের জন্য কেস খাইনি। পরে অবশ্য নিজের পাচার মন্তব্য থেকে ফের ১৮০ ডিগ্রি সরে দাঁড়ান তিনি।

  • রাজ্য সরকারের বিরুদ্ধে ফের কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলের অভিযোগ শুভেন্দু অধিকারীর। এবার, প্রধানমন্ত্রী মৎস্য যোজনার নাম বদল করে বঙ্গ মৎস্য যোজনা করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতার। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রীকে চিঠি দিয়ে প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়ার আবেদন জানানো হবে বলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। 

  • প্রাইমারি ও আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে, সাড়ে ৫৩ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল নেতা ও তাঁর দুই সঙ্গী। স্বরূপনগরের পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে CBI-কে চিঠি লিখলেন চাকরিপ্রার্থীর স্বামী। অভিযুক্তের টাকার নেওয়ার ভিডিও প্রকাশ্যে এনেছেন অভিযোগকারী। যদিও কোনও প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল নেতার। দলগতভাবে তদন্তের আশ্বাস দিয়েছে নেতৃত্ব।

  • কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে আজ থেকে ধর্নায় বসছে মহিলা তৃণমূল কংগ্রেস। হিল কার্ট রোডের মালাগুড়িতে টানা ৩২ ঘণ্টার ধর্না। থাকবেন মন্ত্রী চন্দ্রিমা  ভট্টাচার্য। 

  • আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে গ্রেফতার ভুয়ো সেনা। ভাড়া বাড়ি থেকে উদ্ধার সেনার পোশাক, এয়ারগান। ছত্তিশগড়ের বাসিন্দা বছর ৪০ এর এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। দুর্গাপুরে বাড়ি ভাড়া নিয়ে তিনি কী করছিলেন, তা নিয়েই বাড়ছে রহস্য। 

  •  নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রানেই বিতর্ক। নিউ আলিপুরদুয়ার স্টেশনে বিক্ষোভ দেখান বাম প্রভাবিত রেলের মজদুর সংগঠনের সদস্যরা। তাঁদের অভিযোগ, ট্রেনের চালক ও গার্ড এই ডিভিশন থেকে নির্বাচন করার কথা থাকলেও তা হয়নি। এগুলো সবই কর্তৃপক্ষের সিদ্ধান্ত, প্রতিক্রিয়া রেলের। 


  • উত্তরপাড়ায় কলেজ ছাত্রীকে কটূক্তির অভিযোগ। প্রতিবাদ করায় বালিঘাট স্টেশনে রড-লাঠি দিয়ে ছাত্রীর বন্ধুকে বেধড়ক মারধর করল দুষ্কৃতীরা। ছুরি নিয়েও হামলার চেষ্টা করা হয় বলে অভিযোগ 
    ছাত্রের। পলাতক অভিযুক্তদের খোঁজ করছে বেলুড় জিআরপি।