কলকাতা: আজ দুপুরের সেরা ৫ খবরগুলি দেখে নিন এক নজরে- 


বিমানবন্দরে রুজিরাকে বাধা


কলকাতা বিমানবন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। দুবাই যাওয়ার পথে অভিষেক-পত্নীকে আটকায় অভিবাসন দফতর। সকাল সোয়া ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে বিমানবন্দরে পৌঁছন রুজিরা। সূত্রের খবর, ক্লিয়ারেন্সের জন্য অভিবাসন দফতরে গেলে বলা হয়, কয়লাকাণ্ডে ইডি-র মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার রয়েছে। তাই তিনি বিদেশ যেতে পারবেন না। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দরের ৪ নম্বর গেটে CISF-এর রেজিস্টারে সই করে বেরিয়ে যান রুজিরা। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, এই ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন অভিষেক। এক্ষেত্রে সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে বলে অভিযোগ। ইডি সূত্রে পাল্টা দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশনামায় কোথাও বলা নেই রুজিরা বিদেশ যেতে পারেন। তাই লুক আউট সার্কুলার জারি করা হয়েছে। 


মলয় ঘটককে ইডি-নোটিস


কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটককে নোটিস। দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ ইডির। ১৯ জুন সশরীরে হাজিরার নির্দেশ রাজ্যের আইনমন্ত্রীকে। মলয় ঘটককে তলব নিয়ে আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে ডাকতে হবে, সূত্রের খবর। প্রথম ২ বার সময় দেননি মলয় ঘটক, তৃতীয়বার মেল করলে সময় দিয়েছেন রাজ্যের আইনমন্ত্রী, সূত্রের খবর। 


মমতার পাহাড় সফর বাতিল 


তিনদিনের পাহাড় সফর আপাতত বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাগডোগরা থেকে সোজা দার্জিলিঙে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর উদ্ভূত পরিস্থিতির জেরে সফর পিছিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার কবলে পড়ে মৃতদের দেহ বাড়িতে পৌঁছে দেওয়া ও নিখোঁজদের সন্ধানপ্রক্রিয়া তদারকির জন্যই তাঁর এই সফর বাতিল, খবর নবান্ন সূত্রে। পরে তিনি পাহাড়ে যাবেন বলে জানানো হয়েছে।


আগুন গরমে আরও কয়েকদিন পুড়তে চলেছে বাংলা


আগুন গরমে আরও কয়েকদিন পুড়তে চলেছে বাংলা। কলকাতায় ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ। আরও ৫ দিন তাপপ্রবাহ চলবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। একদিকে লু বইবে, আরেক দিকে প্যাচপ্যাচে গরমে বাড়বে অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বাড়বে। ফলে দিনের পর রাতেও অস্বস্তিকর আবহাওয়া। দার্জিলিং জেলার সমতল এলাকা ও উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। ঝাড়খণ্ড ও সিকিমেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 



ইডি-র স্ক্যানারে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩টি নতুন কোম্পানি


নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ইডি-র স্ক্যানারে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ৩টি নতুন কোম্পানি। যেগুলির সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে বলে ইডি-র তদন্তকারীদের অনুমান। ইডি সূত্রে খবর, সুজয়কৃষ্ণ, তাঁর আত্মীয়-পরিজন ও বিভিন্ন কোম্পানি মিলিয়ে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ মিলেছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কাছে অ্যাকাউন্ট ডিটেলস চাওয়া হয়েছে। ইডি-র অনুমান, চাকরি-বিক্রির কালো টাকা সাদা করতে এই অ্যাকাউন্টগুলিকে কাজে লাগানো হয়েছিল। ইডি-র দাবি, A সরকার অ্যাসোসিয়েট, সরকার এন্টারপ্রাইজেস ও নয়নিকা এন্টারপ্রাইজেস নামে আরও ৩টি কোম্পানির সন্ধান মিলেছে। এই কোম্পানিগুলির সঙ্গেও কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর প্রত্য়ক্ষ বা পরোক্ষ যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগে আরও ৩টি কোম্পানির হদিশ মেলে বলে ইডি-র দাবি।