সাগরদিঘির ভোটে টাকা?
মালদায় তৃণমূলের নবজোয়ারের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে সুর আরও চড়ালেন। বিধানসভা উপ-নির্বাচনে কংগ্রেসের কাছে হার- মালদায় তৃণমূলের নবজোয়ারের মঞ্চ থেকে সাগরদিঘি নিয়ে সরব হলেন মমতা। বললেন, টাকা দিয়ে লোক কেনা সাগরদিঘির কেস আমি জানি কে দিয়েছে টাকা।
কনভয় আটকে বিক্ষোভ
তৃণমূল নেত্রী নবজোয়ারে যোগ দেওয়ার দিনেই মালদার বিনোদপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আটকে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁদের প্রার্থী না করার আবেদন জানালেন তাঁরা।
মুর্শিদাবাদে অভিষেক
তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে একাদশতম দিনে মুর্শিদাবাদে কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালদা থেকে আজ মুর্শিদাবাদে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সূত্রের খবর, ফরাক্কায় আজ একটি রোডশো করবেন তিনি। চারদিন থাকবেন মুর্শিদাবাদে।
ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অব্যাহত ভয়াবহ ভাঙন। একটু একটু করে এগিয়ে আসছে গঙ্গা। গিলে খাচ্ছে জমি বাড়ি। আজ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ভাঙন-দুর্গতদের সঙ্গে কথাও বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি হারাদের হাতে পাট্টাও তুলে দিতে পারেন। এরপর আজই ট্রেনে কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
মোকা সতর্কতা
মে মাসে ফের তৈরি হয়েছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। আছড়ে পড়বে কি ‘মোকা’? এখন এই প্রশ্ন ভাবাচ্ছে আবহবিদদের। আবহাওয়া দফতর সূত্রে খবর, কাল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। রবিবার সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সোমবার নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এগোবে মধ্য বঙ্গোপসাগরের দিকে। মঙ্গলবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর দিকে। যদিও এর গতিপথ কী হতে চলেছে? তা এখনও বলতে নারাজ মৌসম ভবন।
রাতে পথে পুলিশ কমিশনার
রাতের কলকাতার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে বৃহস্পতিবার পরিদর্শনে বেরোলেন কলকাতার পুলিশ কমিশনার। গড়িয়া হাট তিলজলা, ওয়াটগঞ্জ সহ বেশ কয়েকটি থানায় যান বিনীত গোয়েল। নিরাপত্তা, যান চলাচল সহ একাধিক বিষয়ে কথা বলেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।
সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি !
অনুব্রত মণ্ডলের সঙ্গে গরুপাচারকারীরা তাঁর ফোনের মাধ্যমেই কথা বলত। গরুপাচার মামলায় চার্জশিটে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের বিস্ফোরক স্বীকারোক্তি উল্লেখ করল ইডি। সূত্রের খবর, মোবাইলে আসা একাধিক ফোন কলের রেকর্ড নিয়ে প্রশ্নের উত্তরে সায়গল দাবি করে, একাধিক তৃণমূল বিধায়ক, নেতা, এমনকী পুলিশ অফিসাররাও অনুব্রতর সঙ্গে কথা বলার জন্য তাঁকে ফোন করতেন।
গরু পাচারে BSF যোগ ?
বিএসএফের যোগসাজশেই গরুপাচার করা হত। গরুপাচার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনের থাকা বিএসএফের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি করল কেন্দ্রীয় সরকারের আরেকটি সংস্থা ইডি।
আজই বিজেপি নেতার শেষকৃত্য
গভীর রাতে আলিপুর কমান্ড হাসপাতাল থেকে বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়ার কফিনবন্দি দেহ আনা হয় ময়নার বাকচায়। রাত থেকেই গ্রামে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। আজই হবে বিজেপি নেতার শেষকৃত্য।
নজরে তৃণমূল কাউন্সিলর
নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই নজরে আরও এক তৃণমূল কাউন্সিলর। ব্যারাকপুরে তালবাগান রোডে জয়দীপ দাসের বাড়িতে প্রায় ৬ ঘণ্টা ধরে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বাড়ি থেকে দুটি সিডি নিয়ে গেছে সিবিআই। জানালেন তৃণমূল কাউন্সিলর।