নিজাম প্যালেসে অভিষেক


হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সৌমেন নন্দী বনাম রাজ্যের মামলায় আজ অভিষেককে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI)। বাড়ি থেকে বেরিয়ে সকাল ১১টার আগেই নিজাম প্যালেসে পৌঁছে যান অভিষেক। সূত্রের খবর, তাপস-কুন্তলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিষেককে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ পাতার প্রশ্নমালা তৈরি করা হয়েছে। অভিষেক যে বয়ান দেবেন, তা নিয়ে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আলোচনা করে স্থির করা হবে,পরবর্তীকালে তাঁকে ডাকা হবে কি না (SSC Case)। 


হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ অভিষেকের


নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই-তলবের মধ্যেই বিচারপতি অমৃতা সিন্হার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১৮ মে, বিচারপতি অমৃতা সিন্হা অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। সিবিআই-কে লেখা চিঠিতে অভিষেক জানিয়েছেন, তিনি বিচারপতি সিন্হার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করেছেন। সোমবার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। 
সিবিআই-কে লেখা চিঠিতে জানিয়েছেন অভিষেক। 


সারদায় শুভেন্দুকে ছাড় কেন, প্রশ্ন তৃণমূলের


কুন্তল ঘোষের চিঠির ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই ডাকলে, সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ডাকা হবে না কেন, প্রশ্ন তুলল তৃণমূল। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, "কোনও অভিযোগ ছিল না। শুধুমাত্র কথার ভেলকিতে কেউ কেউ বললেন, নামের উল্লেখ রয়েছে। সুতরাং তাঁকে ডাকতে হবে। আমাদের প্রশ্ন, কুন্তল ঘোষের চিঠিতে কোনও অভিযোগ নেই। সেই চিঠির ভিত্তিতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ ভাবে ডেকে পাঠানো হয়, তাহলে সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে জেরা এবং গ্রেফতার করা হবে না কেন?"


চাকা গড়াল হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় এ রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে হাততালি দিয়ে স্বাগত জানান যাত্রীরা। গত বৃহস্পতিবার ভার্চুয়ালি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছবে বন্দে ভারত। খড়গপুর স্টেশনে ট্রেনে উঠে চালক ও যাত্রীদের অভিনন্দন জানান বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যাত্রীদের সঙ্গে সেলফিও তোলেন। 


SSKM বয়কটের ডাক মদনের


একসময় এসএসকেএম হাসপাতালের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। সেই হাসপাতালের পরিষেবা নিয়েই এ বার প্রশ্ন তুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দুর্ঘটনাগ্রস্ত রোগীকে ভর্তি করাতে না পেরে ক্ষোভ প্রকাশ মদনের। রোগীকে ছ'ঘণ্টা অ্যাম্বুল্যান্সেই রেখে দিতে হয় বলে অভিযোগ।
স্বাস্থ্য সচিব, মন্ত্রীকে জানিয়েও মেলেনি সুরাহা, দাবি মদনের। CPM আমলে এক মিনিটে রোগী ভর্তি হয়ে যেত বলে দাবি। হাসপাতাল বয়কটের ডাক দিলেন।


হাওড়া থেকে পুরী রওনা বন্দেভারত


হাওড়া থেকে পুরীর উদ্দেশে রওনা বন্দেভারত এক্সপ্রেস। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।