বিজেপি প্রার্থীর দেওরকে খুন : কোচবিহারে এবার বিজেপি প্রার্থীর দেওরকে কুপিয়ে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। মৃত শম্ভু দাস দিনহাটার কিসামত দশগ্রামের বিজেপি প্রার্থীর দেওর। তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে, অভিযোগ বিজেপির। শাসক দলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।


রাজভবনেও 'কন্ট্রোল রুম' : ভোটের আগেই সন্ত্রাস, বেনজিরভাবে রাজভবনেও ২৪ ঘণ্টার 'কন্ট্রোল রুম'। মনোনয়ন পর্বেই বেলাগাম সন্ত্রাস, রাজভবনে খুলছে 'পাবলিক পিস রুম'। ভাঙড়, ক্যানিংয়ের পর আজ মুর্শিদাবাদ যেতে পারেন রাজ্যপাল। ভাঙড়, ক্যানিং পরিদর্শনের পরে খড়গ্রামে নিহত পরিবারের সঙ্গে কথা। খড়গ্রামে নিহত কংগ্রেস কর্মীর পরিবারের সঙ্গে কথা বললেন রাজ্যপাল: সূত্র।


কুণালের আক্রমণ : সন্ত্রাসের অভিযোগ নিতে রাজভবনে কন্ট্রোল রুম, পাল্টা আক্রমণে তৃণমূল। তীব্র আক্রমণ করে কুণাল ঘোষ বলেন, 'এক্তিয়ার পেরিয়ে বিজেপি-সহ বিরোধীদের উৎসাহ দেওয়ার চেষ্টা। ৩-৪টি বুথে পরিকল্পিত অশান্তি বাদে গোটা রাজ্য স্বাভাবিক।সাম্প্রতিককালে বিরোধীদের সবচেয়ে বেশি মনোনয়ন পড়েছে। তাও এসব ঢাকা দিয়ে বিরোধীদের চেয়ারম্যান সাজার চেষ্টা।'


বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা অব্যাহত : ভোটের আগেই একের পর এক পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা অব্যাহত রাখল শাসক দল। উত্তর ২৪ পরগনার শাসন জুড়ে কার্যত শুধু তৃণমূলের শাসন। ২৯টি গ্রাম পঞ্চায়েতের আসনই বিরোধীশূন্য। ভোটের আগেই শাসনের শাসনভার শাসকের হাতে। সন্ত্রাস কবলিত ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টির মধ্যে ৭টিতে জয়ী তৃণমূল। বাকি দুটি পঞ্চায়েতের প্রথমটিতে একটি ও দ্বিতীয়টিতে দুটি আসনে প্রার্থী দিয়েছে বিরোধীরা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকে দুটি পঞ্চায়েত ভোটের আগেই তৃণমূলের দখলে। গিরিয়া গ্রাম পঞ্চায়েতের একটি আসনেও প্রার্থী দিতে পারেনি বিরোধীরা। বাঁকুড়ার বিষ্ণুপুরের ৫৬টির মধ্যে ৩৭টি পঞ্চায়েতই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের দখলে। পুরুলিয়ায় দুটি পঞ্চায়েতের ৭টি আসনে ও পঞ্চায়েত সমিতির ১টি আসনে জয়ী তৃণমূল।


কেন্দ্রীয় বাহিনী নিয়ে 'ভয় নেই তৃণমূলের' : কেন্দ্রীয় বাহিনী নিয়ে অবস্থান স্পষ্ট করল তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের কোনও ভয় নেই। আগেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়েছিল। পাল্টা, বিরোধীদের প্রশ্ন, তাহলে, কেন্দ্রীয় বাহিনীর বিরোধিতায় কেন সুপ্রিম কোর্টে গেল রাজ্য় সরকার কিংবা কমিশন?


ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্রের তালাই খুলতে পারলেন না কর্মীরা : পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ের আইনশৃঙ্খলার স্বাস্থ্য়ের বেহাল পরিস্থিতি। ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্রেই তার ছাপ স্পষ্ট। দেওয়ালে গুলির দাগ স্পষ্ট। ২ দিন বন্ধ থাকার পর, শনিবার স্বাস্থ্যকেন্দ্রে এসে তালাই খুলতে পারলেন না কর্মীরা। স্থানীয়দের চোখেমুখে এখনও স্পষ্ট আতঙ্কের ছাপ। 


কুণালের চ্যালেঞ্জ, পাল্টা নৌশাদ : নৌশাদ সিদ্দিকি, আব্বাস সিদ্দিকিদের বিজেপি-যোগ নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ তুলল তৃণমূল। সামনে আনা হল, হোয়াটস অ্যাপের স্ক্রিনশট থেকে ভিডিও। এই ইস্যুতেই বাম-কংগ্রেস-বিজেপি ও আইএসএফের মধ্যে আঁতাঁতের অভিযোগও তুলেছে তৃণমূল। এঁটে উঠতে না পেরে, নতুন গুজব রটাচ্ছে শাসকশিবির। পাল্টা সুর চড়িয়েছেন নৌশাদও।


ময়নায় সংঘর্ষ : এলাকা কার দখলে থাকবে? তাই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আবহে দফায় দফায় সংঘর্ষ হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা। তৃণমূল ও বিজেপির সংঘর্ষে চলল বোমাবাজি, দোকান ভাঙচুর। দুপক্ষেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।


সওকতের সঙ্গে সব্য়সাচী : তৃণমূলের টিকিট না পেয়ে, ভোটে দাঁড়ানো নির্দল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার না করলে, দলে ফেরার দরজা বন্ধ। কালীঘাটের বৈঠকে কড়াবার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে নামবেন শীর্ষ নেতৃত্বের ৫০ জন নেতা-নেত্রী। ভাঙড়ে সওকত মোল্লার সঙ্গে দায়িত্ব দেওয়া হল সব্যসাচী দত্তকেও।


'বিনা প্রতিদ্বন্দ্বিতা'র বীরভূম : কেষ্টহীন বীরভূমেও একের পর এক গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার বিরোধীদের। শাসক দলের চাপের কথা প্রকাশ্যে কোনও প্রার্থীর মুখে না শোনা গেলেও, বিরোধী নেতাদের গলায় অন্য সুর।