ডিএ-মিছিল রাজপথে


DA-আন্দোলনের শততম দিনে রাজপথে মহার্ঘ আঁচ। আদালতের অনুমতিতে হাজরা ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হরিশ মুখার্জি রোড, ডি এন রোড, এস পি মুখার্জি রোড হয়ে হাজরা মোড় পর্যন্ত মিছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। শহিদ মিনার থেকে মিছিল করে হাজরায় পৌঁছন আন্দোলনকারীরা। সেখান থেকে দুপুর ১টা নাগাদ শুরু হয় মিছিল। 


ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ


উদ্বেগ বাড়াল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে দেওয়া রাজ্যের গত বছরের ডেঙ্গি ম্যালেরিয়ার পূর্ণাঙ্গ রিপোর্ট। ডেঙ্গি-ম্যালেরিয়ায় গতবছর রাজ্যে লক্ষাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। রাজ্যের পাঠানো রিপোর্টে উল্লেখ, ডেঙ্গি এবং ম্যালেরিয়ায় মোট আক্রান্তের নিরিখে ২০২২-এ দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ।


জেলা পরিষদেও তোলাবাজি কেষ্টর?


শুধু গরুপাচার নয়, বীরভূম জেলা পরিষদের বিভিন্ন কাজের জন্য অনুব্রত মণ্ডলকে দিতে হত কাটমানি। অনুব্রতর হয়ে টাকা নিতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন। গরুপাচার মামলায় চার্জশিটে ইডি-র দাবি, এই বিস্ফোরক স্বীকারোক্তি অনুব্রত ঘনিষ্ঠ চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্য। বোলপুরের আমোদপুরের বাসিন্দা চালকল মালিক তৃণমূলের অঞ্চল সভাপতি। গরুপাচার মামলায় এর আগে অনুব্রত ঘনিষ্ঠ রাজীব ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।


আব্দুল লতিফের সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা


৯ দিনের অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষে, আজ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে দ্বিতীয়বার হাজিরা দিলেন আব্দুল লতিফ। আইনজীবীর মৃত্যুর কারণে শুনানি হয়নি। পরবর্তী শুনানি ৮ মে। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পাওয়ার পর, গত ২৭ এপ্রিল আসানসোলের সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন গরুপাচারকাণ্ডে অভিযুক্ত ব্যবসায়ী। শর্ত সাপেক্ষে জামিন মেলার পর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


মোকাতে প্রভাবিত হবে বঙ্গ? 


ফের মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। আজই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। কাল তা নিম্নচাপে পরিণত হবে।সোমবার আরও নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। মঙ্গলবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড় পরিচিত হবে ইয়েমেনের দেওয়া মোকা নামে। এর গতিমুখ থাকবে উত্তর দিকে। ভারতের মৌসম ভবন নজর রাখলেও ঘূর্ণিঝড়ের গতিপথ এখনই বলতে নারাজ। যদিও বিভিন্ন আন্তর্জাতিক মডেল অনুসারে, এটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ অথবা মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়তে পারে। মোকা-র প্রভাবে আন্দামান ও নিকোবরে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে।