মোহন প্রসাদ, দার্জিলিং : বাড়ি ফিরেছিলেন গত মাসেই। সেবার সানাইয়ের সুরে ভেসেছিল কিজোম বস্তি। বিয়ে সেরে কাটেনি মাঝে কয়েক সপ্তাহও।  দার্জিলিংয়ের (Darjeeling) পালবাজার ব্লকের নয়া নুর গ্রাম পঞ্চায়েতের ছোট্ট গ্রাম এখন শোকে মূহ্যমান। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ হয়েছেন ভারতের ৫ জওয়ান। যার মধ্যে রয়েছে বাঙালি জওয়ান সিদ্ধান্ত ছেত্রী (Siddhant Chettri)। ব্যক্তিগত জীবনে অন্যতম খুশির সময় কাটিয়ে গত ১৪ এপ্রিলই জম্মু ফিরে গিয়েছিলেন সিদ্ধান্ত (২৫)। কিন্তু তখন কে জানত, কয়েক সপ্তাহের মধ্যে এমন মর্মান্তিক পরিণতি অপেক্ষা করে রয়েছে। সিদ্ধান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister Mamata Banerjee)।


প্যারা কমান্ডো বাহিনীর সদস্য ছিলেন দার্জিলিংয়ের পালবাজারের বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী। ২০১৯-এ ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। জঙ্গি মোকাবিলায় একাধিক অপারেশনে যোগ দেন সিদ্ধান্ত। যারপর ২০২১ সালে উত্তীর্ণ হয়েছিলেন রাইফেলম্যান সিদ্ধান্ত। গতমাসে দার্জিলিংয়ের বাড়িতে ফিরে বিয়ের পর গত ১৪ এপ্রিল জম্মু ফিরে গিয়েছিলেন তিনি। আর পাঁচটা দিনের মতোই নিজের দায়িত্ব সামলাচ্ছিলেন সিদ্ধান্তও। রাজৌরি পুলিশ স্টেশনে হঠাৎই জঙ্গি হানায় দেশের সম্পত্তি সামলাতে ও জঙ্গিদের নিকেশ করতে প্রবল লড়াইয়ে নেমেছিলেন সিদ্ধান্তও। সেই প্রবল গুলির লড়াইয়ের মাঝেই সিদ্ধান্ত-সহ ভারতের ৫ জওয়ান শহিদ হন। শহিদ বাকি ৪ জওয়ানের ১ উত্তরাখণ্ডের, ২ জন হিমাচলের ও ১ জন জম্মুর বাসিন্দা। 


রাজৌরির ঘটনার পর শনিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ (Rajnath Singh)। তিনি সেখানে গিয়ে তদন্তেরও নির্দেশ দিয়েছেন। দেশের সুরক্ষা করতে গিয়ে বাংলার বীর সন্তানের শহিদ হওয়া নিয়ে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


আরও পড়ুন- গভীর নিম্নচাপ বদলাবে ঘূর্ণাবর্তে, বঙ্গে কি প্রভাব পড়বে মোকার ?


মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় লিখেছেন, দার্জিলিংয়ের ২৫ বছরের জওয়ানের রাজৌরিতে মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত। জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের পাঁচ জওয়ান শহিদ হয়েছেন। সিদ্ধান্ত ছেত্রী ও অন্য জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই।




আরও পড়ুন: গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস