এক নজরে সকালের গুরুত্বপূর্ণ খবর  শিয়ালদায় বহুতলে আগুনশিয়ালদার সূর্যসেন স্ট্রিটে, জগৎ সিনেমার কাছে বহুতলে আগুন। মঙ্গলবার, রাত ৮টা নাগাদ, ৬ তলা বাড়ির একেবারে উপরের তলায় আগুন লাগে। একটি বিস্ফোরণও ঘটে। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী। দমকলের ৫টি ইঞ্জিনের চেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

হুড়মুড়িয়ে ভাঙল বাড়িগিরিশ পার্কের বলরাম দে স্ট্রিটে ভাঙল পুরনো বাড়ির একাংশ। ওই বাড়িটি আগেই বিপজ্জনক বলে ঘোষণা করেছিল পুরসভা। পুরকর্মীরা বাড়িটি ভাঙার সময়ই দুর্ঘটনা। পুরনো বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় পাশের একটি বাড়ি। 

ফের বদলি দময়ন্তীরফের বদলি করা হল আইপিএস দময়ন্তী সেনকে। কলকাতা পুলিশ থেকে সরানো হল রাজ্য পুলিশের এডিজি ট্রেনিং পদে। রুটিন বদলি বলে দাবি রাজ্য সরকার সূত্রে। দময়ন্তীকে কাকদ্বীপে জোড়া মৃত্যু, কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু-সহ রাজ্যের একাধিক ধর্ষণ-মামলার তদন্তের দায়িত্ব দেয় হাইকোর্ট। 

আবার ছুটবে 'করমণ্ডল'বালেশ্বরের দুর্ঘটনার ক্ষত সঙ্গে নিয়েই আজ ফের চাকা গড়াবে করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার পাঁচ দিন পর, আজ দুপুর সওয়া ৩টে নাগাদ আবার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেবে করমণ্ডল এক্সপ্রেস।  

মৃত বেড়ে ২৮৮বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮। তার মধ্যে শনাক্ত করা গিয়েছে ২০৫ জনের দেহ'। এখনও ৮৩জনের দেহ শনাক্ত করা যায়নি, জানালেন ওড়িশার মুখ্যসচিব। 

তালিকা তৈরি সিবিআইয়েরমঙ্গলবার বালেশ্বরের দুর্ঘটনাস্থল পরিদর্শন করল সিবিআইয়ের ১০ জনের প্রতিনিধি দল। দুর্ঘটনার দিন কোন শিফটে কোন কর্মীরা ছিলেন, কারা ছুটিতে ছিলেন, নামের তালিকা সঙ্গে করে নিয়ে গেলেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। 

নেই উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থাবালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর সমস্ত স্টেশনের রিলে রুমের নিরাপত্তা সুনিশ্চিত করতে, DRM-দের নির্দেশ দিয়েছে রেল বোর্ড। কিন্তু, অভিশপ্ত বাহানাগা স্টেশনের রিলে রুমের হতশ্রী অবস্থা। নেই সিসিটিভি। আইপিএস ও ব্যাটারি রুমেও নেই পরযাপ্ত নিরাপত্তা-ব্যবস্থা।

মৃতদেহ রাখতে ৩ কন্টেনার!ভয়াবহ দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপর্যয়। সারি সারি মৃতদেহ। জায়গা হচ্ছে না ভুবনেশ্বর এইমসের মর্গেও। চাপ সামলাতে তিনটি রেফ্রিজারেশন কন্টেনার আনা হল হাসপাতালে। মাইনাস ১৫ ডিগ্রি সেন্টিগ্রেটে ৬ মাস পর্যন্ত ওই কন্টেনারে দেহগুলির সংরক্ষণ সম্ভব। 

সুকান্তর ডেঙ্গি-কটাক্ষ বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পাল্টা জবাবে ডেঙ্গি-প্রসঙ্গ টানলেন সুকান্ত মজুমদার।  ফের ওড়িশায় মুখ্যমন্ত্রীবালেশ্বর-বিপর্যয়ের পর মঙ্গলবার ফের ওড়িশায় গেলেন মুখ্যমন্ত্রী। কটকে গিয়ে দেখা করলেন এ রাজ্যের আহতদের সঙ্গে। ভুবনেশ্বর এইমসে যান চন্দ্রিমা ভট্টাচার্য ও শশী পাঁজা। মৃতদেহ রাজ্যে আনা, আহতদের ফেরানো এবং নিখোঁজদের অনুসন্ধান, গোটা প্রক্রিয়ার তদারকি করেন তাঁরা। 

ফের তৃণমূল-আইএসএফ সংঘর্ষরাজনীতির হাত থেকে রেহাই নেই বালেশ্বর দুর্ঘটনায় মৃতের পরিবারেরও!তৃণমূল-আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত কাকদ্বীপ! ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান নৌশাদ সিদ্দিকি। তখনই সংঘর্ষে জড়ায় তৃণমূল-আইএসএফ। সংঘর্ষে মাথা ফাটল আইএসএফ ব্লক সভাপতির। 

পাশে দাঁড়ালেন রাজ্যপালকরমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্যপাল। বাসন্তীর ছড়ানেখালি গ্রামের গায়েন পরিবারের তিন ভাই হারান, নিশিকান্ত ও দিবাকর ধান রোয়ার কাজে অন্ধ্রপ্রদেশ যাচ্ছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনজনেরই মৃত্যু হয়। পরিবারের সঙ্গে ফোনে কথা বলার পর, গতকাল (মঙ্গলবার) ছড়ানেখালি গ্রামে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।