সায়নীকে ইডির তলব
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে তলব করল ইডি। সূত্রের খবর, সায়নী ঘোষকে আগামী শুক্রবার অর্থাৎ তিরিশ তারিখ, সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজির হতে বলা হয়েছে।
কপ্টারের জরুরি অবতরণ
অল্পের জন্য় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের কপ্টার। জলপাইগুড়ি থেকে ফেরার পথে মাঝ আকাশে প্রবল ঝড়-বৃষ্টির মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেবকের আর্মি অ্য়াভিয়েশন বেস ক্য়াম্পে জরুরি অবতরণ। মুখ্য়মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, কপ্টার থেকে নামতে গিয়ে কোমরে চোট পান মমতা বন্দ্য়োপাধ্যায়।
'আঘাত গুরুতর নয়'
মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের লিগামেন্টে চোট লেগেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের। এমআরআইয়ের পর জানাল এসএসকেএমের ৩ চিকিৎসকের মেডিক্য়াল বোর্ড। প্রয়োজন ছাড়া মুখ্যমন্ত্রীকে হাঁটাচলা না করার পরামর্শ চিকিৎসকদের।
মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা
আবহাওয়া খারাপ থাকায় বাগডোগরায় ল্য়ান্ড করতে পারেনি মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সুকনাতে আবহাওয়া ভাল থাকায় সেখানে অবতরণ করে হেলিকপ্টার। তখন শারীরিক অসুস্থতার কথা কিছু বলেননি মুখ্য়মন্ত্রী। জানালেন সেনার ইস্টার্ন কমান্ডের মুখ্য জনসংযোগ আধিকারিক। মুখ্যমন্ত্রীকে ফোন রাজ্য়পালের। নিরাপদে আছেন জেনে স্বস্তিতে সিভি আনন্দ বোস, ট্য়ুইট রাজভবনের।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলি
পঞ্চায়েত ভোটের মুখে অব্যাহত সন্ত্রাস। কোচবিহারের দিনহাটার গীতালদহে, ভারত-বাংলাদেশ সীমান্তে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। মৃত্য়ু এক তৃণমূল কর্মীর। গুলিবিদ্ধ শাসকদলের আরও ৬ কর্মী।
সিপিএম কর্মীকে 'গুলি'
পঞ্চায়েত ভোটের আগে বেলাগাম সন্ত্রাস। ভোট প্রচার চলাকালীন দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে সিপিএম কর্মীকে গুলি করার অভিযোগ। পারিবারিক বিবাদ, রাজনীতির সঙ্গে সম্পর্ক নেই, পাল্টা দাবি তৃণমূলের।
আসছে ৩১৫ কোম্পানি বাহিনী
২২ কোম্পানির পর শীঘ্রই রাজ্যে আসছে আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে বকেয়া ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও রাজ্য নির্বাচন কমিশনকে কিছু জানায়নি অমিত শাহর মন্ত্রক।
মোদির নিশানায় তৃণমূল
রাজ্যে পঞ্চায়েত ভোটের মুখে সারদা, রোজভ্যালি, কয়লা-গরু পাচার নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বললেন, তৃণমূলের বিরুদ্ধে ২৩ কোটিরও বেশি টাকার দুর্নীতির অভিযোগ। বাংলার মানুষ এই দুর্নীতি কখনও ভুলতে পারবে না।
স্বচ্ছতার বার্তা মুখ্যমন্ত্রীর
নিয়োগ দুর্নীতির আবহে পঞ্চায়েত ভোটের মুখে জলপাইগুড়ির সভায় স্বচ্ছতার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।বললেন, আগে আমরা দেখতাম না, এবারে পঞ্চায়েত জেতার পরে আমার দল লক্ষ রাখবে, মনিটরিং করবে। কেউ যেন কারও কাছে হাত না পাতে।
সংখ্যালঘু উন্নয়ন তরজা
দিদির হাতেই সংখ্যালঘুরা নিরাপদ, মোদির হাতে নয়। পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়িতে মন্তব্য় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুসলিমদের নিয়ে সত্যিকারের চিন্তা করলে, তাঁরা শিক্ষা ও উপার্জনে পিছিয়ে থাকত না। ভোপালে পাল্টা বিরোধীদের একযোগে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।