বৃষ্টির পূর্বাভাস:
জ্যেষ্ঠের শুরুতে আজ ও কাল ঝেঁপে বৃষ্টি। কলকাতা, হাওড়া হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে কালবৈশাখী হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি, শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়।
ফের ধাক্কা:
হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঞ্চ বদলেও ধাক্কা অভিষেকের। স্বস্তি তো মেলেইনি, উল্টে জরিমানার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার রায় দিয়েছেন, 'কুন্তলের চিঠি মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই-ইডি।' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। খারিজ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ পুনর্বিবেচনা বা প্রত্যাহারের আর্জি ফেরালেন বিচারপতি অমৃতা সিনহা। পাশাপাশি ২৫ লক্ষ টাকা করে অভিষেক-কুন্তলের জরিমানা। অবিলম্বে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই আবেদননেক চ্যালেঞ্জ কের সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
আজ উদ্বোধন:
পুরী থেকে আজ হাওড়া-পুরী বন্দে ভারতের উদ্বোধন। ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পুরীতে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০ মে থেকে চালু হবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওইদিন থেকে শুরু হবে নিয়মিত চলাচল। হাওড়া-পুরী রুটে রাজ্যের দ্বিতীয় সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। হাওড়া থেকে মাত্র সাড়ে ৬ ঘণ্টায় পৌঁছনো যাবে পুরী। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের প্রতিদিন চলবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ছেড়ে প্রথম দাঁড়াবে খড়গপুরে। তারপর বালেশ্বর, ভদ্রক, জাজপুর-কেওনঝড় রোড, কটক, ভুবনেশ্বর, খুরদা রোডে দাঁড়াবে বন্দে ভারত। বন্দে ভারতের চেয়ার কারে হাওড়া থেকে পুরী যেতে খরচ পড়বে ১ হাজার ২৬৫ টাকা। এগজিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৪২০ টাকা।
গ্রেফতার ভানু:
এগরা বিস্ফোরণের ২দিন পর পাকড়াও কৃষ্ণপদ ওরফে ভানু বাগ। ওড়িশা থেকে পাকড়াও ভানু বাগ ও তাঁর ছেলে, ভাইপো। কটকের নার্সিংহোমে পাকড়াও ভানু বাগ সহ ৩। গুরুতর জখম অবস্থায় কটকের নার্সিংহোমে ভর্তি ভানু বাগ। বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিলেন ভানু। সেখান থেকেই তাঁকে ধরা হয়।
নিয়োগের দাবিতে পথে পুলিশ চাকরিপ্রার্থীরা:
শিক্ষক, শিক্ষাকর্মী, DA-আন্দোলনকারীদের পর এবার নিয়োগের দাবিতে পথে নামলেন পুলিশ চাকরিপ্রার্থীরা। মেধার ভিত্তিতে স্বচ্ছ নিয়োগ, অবিলম্বে বিজ্ঞপ্তি প্রকাশ, নম্বর-সহ চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ-সহ একাধিক দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। পুলিশ চাকরিপ্রার্থীদের মিছিল সামলাতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
আরও পড়ুন: মোবাইল হারিয়েছে? এক ক্লিকেই ব্লক ফোন! খুঁজেও পাবে পুলিশ!