নয়াদিল্লি: চলতি আইপিএলে (IPL 2023) মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বেশ ভাল জায়গায় রয়েছে। প্লে-অফে এখনও নিজেদের স্থান পাকা করতে না পারলেও, হলুদ ব্রিগেডের ভাগ্য কিন্তু তাঁদের নিজেদের হাতেই। তবে এরই মাঝে দলের অধিনায়ক ধোনির বিরুদ্ধে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ। অ্যাডাভারটাইজিং কাউন্সিল অফ ইন্ডিয়ার (Advertising Standards Council of India) তরফে বুধবার এক রিপোর্টে দাবি করা হয় সেলিব্রিটিদের বিরুদ্ধে বিজ্ঞাপনী প্রচারে নিয়মভঙ্গের অভিযোগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবথেকে বেশি অভিযোগ রয়েছে মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে।


বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির স্বনিয়ন্ত্রক কমিটির তরফে জানানো হয় বেশিরভাগ সংস্থাই কোনও দ্রব্যর বিজ্ঞাপন করার আগে সেই বিষয়ে যথেষ্ট পরিমানে খোঁজ খবর নেয়নি। মহেন্দ্র সিংহ ধোনির বিরুদ্ধে বিজ্ঞাপনের নিয়মভঙ্গের দশটি মামলা রয়েছে, যা সেলিব্রিটিদের মধ্যে সর্বাধিক। তাঁর পরেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইউটিউবার ভুবন বাম। তাঁর বিরুদ্ধে সাতটি বিজ্ঞাপনে নিয়মভঙ্গের অভিযোগ। ২০২৩ ফিস্কাল বর্ষে সেলিব্রিটিদের বিরুদ্ধে বিজ্ঞাপনী প্রচারে নিয়মভঙ্গের অভিযোগ ৮০৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরে যে ৫৫টি বিজ্ঞাপনের বিরুদ্ধে যেখানে অভিযোগ দায়ের করা হয়েছিল, সেখানে এ বছরে ৫০৩টি অভিযোগ দায়ের করা হয়েছে।  


দ্য অ্যাডাভারটাইজিং কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে বলা হয়, 'উপভোক্তা সুরক্ষা অ্যাক্ট মারফৎ বিজ্ঞাপনী প্রচারের আগে সেলিব্রিটিদের নিজেদের তরফে যথেষ্ট সচেতনতা এবং খোঁজখবর নেওয়ার আইন থাকলেও, সিংহভাগ সেলিব্রিটিরাই তেমন খোঁজ খবর নেওয়ার যথেষ্ট প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন।' ধোনি, ভুবন বাম বাদেও বিরাট কোহলি, শ্রদ্ধা কপূরের মতো সেলিব্রিটিরদের নামও এই তালিকায় রয়েছে। 


আদিত্যনাথ-পীযূষ সাক্ষাৎ


তিনি উত্তরপ্রদেশের ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে খেলেন উত্তরপ্রদেশের হয়েই। কিন্তু আইপিএলে তিনি লখনউ সুপার জায়ান্টস (LSG) দলে নেই। খেলেন মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians)। মঙ্গলবার তিনি ঘরের মাঠে খেললেন অ্যাওয়ে ম্যাচ। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হেরে গিয়েছে। তবে পীযূষ চাওলা রয়েছেন খোশমেজাজে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন। মুম্বই ইন্ডিয়ান্সের লেগস্পিনারকে শুভেচ্ছা জানালেন যোগী আদিত্যনাথ।


আইপিএলে বল হাতে নজর কেড়ে চলেছেন পীযূষ। ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। প্রমাণ করে দিয়েছেন, বয়স নিছকই সংখ্যা। আদিত্যনাথের সঙ্গে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন পীযূষ। সঙ্গে লিখেছেন, 'স্যর, আপনার সঙ্গে দেখা করতে পারাটা আমার কাছে সম্মানের। আপনার মহার্ঘ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।'


আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি