আজ অভিষেক-রায়


আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ মামলায় রায়দান। সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণা করবেন বিচারপতি অমৃতা সিন্হা। অভিষেকের নাম বলানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি কুন্তল ঘোষ।নিম্ন আদালত ছাড়াও হেস্টিংস থানায় চিঠি দিয়ে অভিযোগ করেন কুন্তল। এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, সিবিআই-ইডি-র উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা। অভিষেকের বক্তব্যও তদন্তের বাইরে থাকা উচিত নয়, বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক। সর্বোচ্চ আদালতের নির্দেশে এজলাস বদলের পরে মামলা যায় বিচারপতি অমৃতা সিন্হার কাছে। 


 গ্রেফতার ভানু


এগরা বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার ভানু বাগ। ওড়িশা থেকে ধৃত ভানু বাগ ও তাঁর ছেলে। বিস্ফোরণের পর ওড়িশায় পালিয়েছিলেন ভানু। মঙ্গলবার এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু। 


SSKM-এ সঙ্কটজনক ২ জখম


SSKM-এ রোনাল্ড রস বিল্ডিংয়ে বার্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন বিস্ফোরণে গুরুতর জখম এগরার খাদিকুল গ্রামের দুই বাসিন্দা। হাসপাতাল সূত্রে খবর, শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছে বছর ছাব্বিশের পিঙ্কি মাইতির। আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে বছর আটত্রিশের রবীন্দ্রনাথ মাইতিরও। তাঁর অবস্থাও অত্যন্ত সঙ্কটজনক।


NIA এড়াতে আইনি-কৌশল?


এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যুমিছিল। অথচ বিস্ফোরক আইনের ধারাই নেই এফআইআরে! সরাসরি এনআইএ-তদন্ত এড়াতেই কি বিস্ফোরক আইনে মামলা করা হয়নি? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই এগরায় বিস্ফোরণকাণ্ডে এনআইএ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। কাল শুনানি।


আজ ভারী বৃষ্টি শহরে 


সকাল থেকে মেঘলা আকাশ। ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। 


অনড় দিলীপ, আশ্বাস শুভেন্দুর


কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে তুমুল বিক্ষোভ। নিঃশর্ত ক্ষমা না চাইলে, আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি। পাল্টা সুর চড়িয়েছেন দিলীপ ঘোষও। সিমলাপালে যাওয়ার পথে গাড়ি থামিয়ে কুড়মিদের দাবি পূরণের আশ্বাস শুভেন্দুর।


'আত্মবিশ্বাসী' শান্তনু


রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য় বলাগড়ের বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন শান্তনু!চার্জশিটে দাবি করল ইডি। আমার আত্মবিশ্বাস আছে, আগামী দিনের জন্য অপেক্ষা করুন। সাংবাদিকদের প্রশ্নের মুখে শান্তনুর গলায় আত্মবিশ্বাসের সুর।

'স্ত্রীর বান্ধবীর নামে ফ্ল্য়াট'


বেনামে ৫০ লক্ষের বেশি টাকা দিয়ে অপরূপা মিত্র নামে স্ত্রীর ছোটবেলার এক বান্ধবীর নামে ফ্ল্য়াট কিনেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। চার্জশিটে উল্লেখ করল সিবিআই। এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্হা ও এজেন্ট আব্দুল খালেককে ৩১ শে মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের।


চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ


মেট্রো রেলের পিলার তৈরির কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে শুরু হয়েছে যান নিয়ন্ত্রণ। পিলারের কাজের জন্য চিংড়িঘাটা মোড়ে কিছুটা অংশ ঘিরে দেওয়া হয়েছে। এর জেরে যানজট কমাতে ক্য়ানেল সাউথ রোড ও চাউলপট্টি রোডে একমুখী যান চলাচল করবে।