প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল


প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন ৮৭ জন। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। এ বছর পরীক্ষায় বসেছেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে। 


কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই


গরুপাচার মামলায় BSF-এর পর এবার কাস্টমস অফিসারদের জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সূত্রের খবর, গত তিনদিনে শুল্ক দফতরের ২ জন আধিকারিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আগামী সপ্তাহে আরও ২ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, গরুপাচারে শুল্ক দফতরের আধিকারিকদের একাংশের প্রত্যক্ষ যোগ মিলেছে। তাদের যোগসাজশেই বাংলাদেশে গরু পাচার হত। 


উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল কংগ্রেস


২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল কংগ্রেস, তৃণমূল, সিপিএম, সিপিআই, ডিএমকে, আপ, শিবসেনা, সমাজবাদী পার্টি, আরজেডি-সহ ১৯টি বিরোধী দল। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ তুলে বয়কটের ডাক দিয়েছে বিরোধীরা। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রপতিকে ছাড়া সংসদ চলতে পারে না। তবে তাঁকে ছাড়াই নতুন সংসদ ভবন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী।


 চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত


ভ্যাপসা গরমে ওষ্ঠাগত প্রাণ। এর মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। আজ থেকেই আবহাওয়া বদল। শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া, রয়েছে বজ্রপাতের আশঙ্কা। গতকালের ঝড়-বৃষ্টিতে কলকাতায় পারদ নেমেছে। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।


'নীতি' বৈঠকে নেই মমতা


২০২৪-এর লোকসভা ভোটের আগে কেন্দ্র বিরোধী সুর চড়াতে চাইছে তৃণমূল। এই আবহেই এবার দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, ২৭ মে, মুখোমুখি হচ্ছেন না মোদি-মমতা। নতুন সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানও বয়কটের ডাক দিয়েছে তৃণমূল। ওই অনুষ্ঠানের উদ্বোধনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে প্রতিবাদ জানিয়েছে একাধিক বিরোধী দল।