আজ মাধ্যমিকের রেজাল্ট
পরীক্ষা শেষের ৭৫ দিন পর আজ মাধ্যমিকের রেজাল্ট। রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই বেলা ১২টা থেকে জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।


চিঠি-মামলায় অভিষেক-অস্বস্তি


বেঞ্চ বদলের পরও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের অস্বস্তি বহাল রইল। অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই ও ইডি। জানিয়ে দিল বিচারপতি অমৃতা সিন্হার বেঞ্চ। অভিষেক ও কুন্তলকে ২৫ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন বিচারপতি সিন্হা।


ডিভিশন বেঞ্চে অভিষেক


বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষ। খবর সূত্রের। আজ শুনানির আর্জি জানানো হয়েছে।


ভানুর খেল খতম!


এগরায় বিস্ফোরণের আটচল্লিশ ঘণ্টা পর অবশেষে, ওড়িশা থেকে অবৈধ বাজি কারখানার মালিক ভানু বাগ, তাঁর ছেলে এবং ভাইপোকে গ্রেফতার করল সিআইডি। বর্তমানে ওড়িশার একটা বেসরকারি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় এখন ভর্তি রয়েছেন ভানু বাগ।


বিস্ফোরণে 'বঞ্চনা' তত্ত্ব


এগরায় বিস্ফোরণ নিয়ে রাজনৈতিক তরজার মধ্য়েই ১০০ দিনের কাজ ও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে টেনে আনল তৃণমূল।। ১০০ দিনের কাজ বন্ধ হওয়ায় বাধ্য হয়ে বাজির কারখানায় কাজ নিয়েছিল গ্রামবাসীরা। অভিযোগ তুলে সরাসরি মোদি-শাহকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।


এগরা বিস্ফোরণেও NIA?

হে ভগবান....এত ছিন্ন ভিন্ন মৃতদেহ! এগরা বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবিতে শুভেনদু অধিকারীর দায়ের করা মামলার শুনানি চলাকালীন, বিস্ফোরণকাণ্ডের ছবি দেখে শিউরে উঠলেন প্রধান বিচারপতি। এক্ষেত্রে বিস্ফোরক আইনে মামলা রুজু করার পর্যাপ্ত রসদ রয়েছে। বললেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করল সিআইডি


এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগ ও তাঁর পরিবারের ২ জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা এবং বিস্ফোরক আইনের ৯ নম্বর ধারা যুক্ত করল সিআইডি। এর আগে, ভানু বাগ ও তাঁর পরিবারের  বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী অনিচ্ছাকৃত খুন, পুলিশের দেওয়া নির্দেশ অমান্য করা, বিস্ফোরক পদার্থের ব্যাপারে অবহেলামূলক আচরণ ও ফায়ার সার্ভিস অ্য়াক্টের ২৪ ও ২৬ নম্বর ধারায় মামলা করা হয়।


কর্ণাটকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা

আগামীকাল কর্ণাটকের মুখ্য়মন্ত্রী পদে শপথ নেবেন কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। সূত্রের খবর, আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিরোধীদলের একাধিক নেতানেত্রীরা। রয়েছেন, তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, বিহারের মুখ্য়মনত্রী নীতীশ কুমার, তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্তালিন, এনসিপি প্রধান শরদ পওয়ার, ঝাড়খণ্ডের মুখ্য়মন্ত্রী হিমন্ত সোরেন, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, বিহারের উপ মুখ্য়মন্ত্রী তেজস্বী যাদব, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্য়মন্ত্রী উদ্ধব ঠাকরেকে। তালিকায় রয়েছেন ন্য়াশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহও।  


কংগ্রেসের তৃণমূলকে আমন্ত্রণ প্রসঙ্গে এমনই টুইট কুণালের


'মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্ণাটকে মন্ত্রিসভার শপথে আমন্ত্রণ কংগ্রেসের। আর এখানে কংগ্রেসের একাংশ সিপিএম আর বিজেপির দালালি করছে। কর্ণাটক ভোট প্রচারে পঞ্চাশ জনের তারকা বক্তার তালিকায় যে প্রদেশ কমিটির একজনও থাকে না, এমনকি লোকসভার দলনেতাও না, তাদের যে দিল্লিতে কতটুকু নম্বর, তা স্পষ্ট।' কর্ণাটকে মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের তৃণমূলকে আমন্ত্রণ প্রসঙ্গে এমনই টুইট করেছেন কুণাল ঘোষ। 

দুর্ঘটনা নিউটাউনে


ফের বেপরোয়া গতি প্রাণ কাড়ল পথচারির। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে নিউটাউনের যাত্রাগাছিতে। স্থানীয় সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি বৃদ্ধকে ধাক্কা মারে বাইক চালক। বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।  চিকিৎসাধীন বাইক চালকও। 


এবার একবেলায় পুরী


এবার মাত্র সাড়ে ৬ঘণ্টাতেই পৌঁছনো যাবে পুরী। হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। শনিবার থেকে শুরু হবে যাত্রী পরিষেবা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং।



মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর। ক্লিক করুন  : wb10.abplive.com