মুর্শিদাবাদে তৃণমূলের ‘গৃহযুদ্ধ’
মুর্শিদাবাদের ভরতপুরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তৃণমূল বিধায়কের সামনেই তাঁর অনুগামীদের মারধরের অভিযোগ উঠল দলের ব্লক সভাপতির বিরুদ্ধে। এই ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। প্রাণনাশের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি,অভিযুক্তদের ধরতে পুলিশকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল বিধায়ক। এমন লোককে বিধায়ক করেছি, যাঁর লোকজনের হাতে মার খাচ্ছে দলীয় কর্মীরাই, পাল্টা হুমায়ুন কবীরকে তোপ দেগেছেন ভরতপুরের তৃণমূল ব্লক সভাপতি নজরুল ইসলাম। দু’পক্ষই ভরতপুর থানায় অভিযোগ দায়ের করেছে। ব্লক সভাপতির এক অনুগামীকে গ্রেফতার করেছে পুলিশ।
‘কাকু’র কোটি কোটি লেনদেন?
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-র ম্যারাথন তল্লাশিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, সুজয়কৃষ্ণের ২০টি জায়গায় সম্পত্তির হদিশ মিলেছে। ১৬টি জায়গায় তল্লাশিতে উদ্ধার হয়েছে দেড় হাজার পাতার নথি। ৩টি কোম্পানির সঙ্গে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। ইডি-র দাবি, এই কোম্পানিগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এভাবেই কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান ইডি-র। গতকালের তল্লাশিতে সুজয়কৃষ্ণর ফোন-সহ ১১টি ফোন বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার হয়েছে প্রচুর হার্ডডিস্ক, পেনড্রাইভ।খবর ইডি সূত্রে।
প্রমাণ লোপাটে ডেটা ডিলিট?
পার্থ চট্টোপাধ্যায় ও জীবনকৃষ্ণ সাহার পর এবার সিবিআইয়ের স্ক্যানারে ব্যবসায়ী সন্তু গঙ্গোপাধ্যায়ের মোবাইল ফোন। ৪ মে, বাড়িতে অভিযান চালিয়ে সন্তুর ৩টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে সিবিআই। তাদের অনুমান, ফোন থেকে প্রচুর তথ্য মুছে ফেলা হয়েছে। ৩টি মোবাইল ফোন আগামীকালই দিল্লিতে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। এর আগে ফরেন্সিক পরীক্ষায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে প্রচুর তথ্য উদ্ধার হয়েছে বলে দাবি করে সিবিআই। গতকাল সন্তুর শিবরামপুরের বাড়িতে অভিযান চালায় ইডি। এর আগে তারা চার্জশিটে দাবি করে, বিভিন্ন এজেন্টদের থেকে টাকা তুলে কুন্তল ঘোষের নির্দেশে সন্তুকে ২৬ কোটি টাকা দিয়েছিলেন অয়ন। সন্তুকে কুন্তলের শাগরেদ বলে দাবি করেন তাপস মণ্ডলও।
পথের বলি অভিনেত্রী
শ্যুটিং সেরে ফেরার পথে, বরানগরে লরির ধাক্কায় মৃত্যু হল ছোট পর্দার অভিনেত্রীর। টিভি সিরিয়ালের চেনা মুখ সুচন্দ্রা দাশগুপ্ত। গতকাল রাতে অ্যাপ-বাইকে চড়ে সোদপুরের বাড়িতে ফিরছিলেন ওই অভিনেত্রী। বরানগর থানার সামনে ঘোষপাড়া রোডে বেপরোয়া লরি বাইকের পিছনে ধাক্কা মারে। রাস্তায় পড়ে যাওয়ায় অভিনেত্রীকে পিষে দিয়ে চলে যায় লরি। হেলমেট গুঁড়িয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিনেত্রী সুচন্দ্রা দাশগুপ্তর। আহত অ্যাপ-বাইক চালককে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক লরির চালককে গ্রেফতার করেছে বরানগর থানার পুলিশ।
দিকে দিকে বোমা!
ভাঙড়ে তৃণমূল কর্মীর বাড়িতে বোমা উদ্ধার। কালেরআইট এলাকায় গোয়াল ঘরে মিলল বোমার হদিশ। আজ সকালে তৃণমূল কর্মী আয়ুব মোল্লার বাড়ি লাগোয়া গোয়াল ঘরের মধ্যে একটি ব্যাগের ভিতর বোমাগুলি দেখতে পান ওই পরিবারের পুত্রবধূ। পরে ভাঙড় থানার পুলিশ গিয়ে ৭টি তাজা বোমা উদ্ধার করে। পঞ্চায়েত ভোটের আগে বোমা মজুত করছিল তৃণমূল, অভিযোগ আইএসএফের। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
পঞ্চায়েত ভোটের আগে ফের মুর্শিদাবাদে বোমা উদ্ধার। আজ সকালে সামশেরগঞ্জের আলমশাহি গ্রামে আমবাগানের মধ্যে ব্যাগভর্তি বোমা দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে ১৪টি তাজা বোমা উদ্ধার করে। এলাকা ঘিরে রেখে খবর দেওয়া হয়েছে বম্ব ডিসপোজাল স্কোয়াডে। পঞ্চায়েত ভোটের আগে এভাবে মুড়ি-মুড়কির মতো বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের আতঙ্ক বাড়ছে।