কলকাতা: আজ দুপুর পর্যন্ত রাজ্যের পাঁচটি গুরুত্বপূর্ণ খবরগুলি এক ঝলকে।


এক দফায় পঞ্চায়েত ভোট:
৮ জুলাই রাজ্যে এক দফাতেই হবে পঞ্চায়েত ভোট। ঘোষণা করলেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে মনোনয়ন পর্ব। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জুন। তবে সর্বদলীয় বৈঠক না ডেকে ভোটের দিন ঘোষণা করায়, ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা। মনোনয়ন পেশের সময় পর্যাপ্ত নয়, পঞ্চায়েত ভোট নিয়ে করা মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানাল আদালত। রাজ্য নির্বাচন কমিশনকে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে, মন্তব্য আদালতের। শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে, নির্দেশ আদালতের। 'রাজ্য প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে একত্রে কাজ করতে পারে, এই বিষয়ে রাজ্য আগামী সোমবার তাদের সিদ্ধান্ত জানাবে', নির্দেশ আদালতের। পঞ্চায়েত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। 'মনোনয়ন পেশের সময়সীমা নিয়ে নিজেদের অবস্থান জানাবে রাজ্য নির্বাচন কমিশন, নির্বাচন বন্ধ করার জন্য এই মামলা গুলি দায়ের হয়নি', পর্যবেক্ষণে জানাল আদালত। শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, মন্তব্য আদালতের।


ইতিমধ্যেই শুরু ঝামেলা:
শুরু হল পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনেই নন্দীগ্রামের হরিপুরে মনোনয়ন ঘিরে উত্তেজনা। মিছিল করে মনোনয়ন দিতে আসা বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ভরতপুরে উত্তেজনা। মনোনয়ন পর্বের প্রথম দিনেই শাসক শিবিরে অশান্তি। বিধায়ক অনুগামীদের সঙ্গে ব্লক সভাপতি অনুগামীদের সংঘর্ষ, আহত দু'পক্ষের ৮।


হাইকোর্টে রিপোর্ট ইডি-র:
পুর-দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট ইডি-র। মুখবন্ধ খামে রিপোর্ট ইডি-র। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট পেশ ইডি-র। রিপোর্ট সন্তোষজনক নয়, মন্তব্য বিচারপতির। 'রিপোর্টে নতুন কী আছে? যে পদক্ষেপের কথা লিখেছেন সেগুলো আগেই নেওয়া হয়েছে, তদন্তের গতি এত শ্লথ কেন ? এখানে যা পরিসংখ্যান দিয়েছেন সেগুলো সব আমার নির্দেশনামায় আছে। তাহলে আর মুখবন্ধ খামে দিয়ে লাভ কি?' ইডিকে প্রশ্ন বিচারপতির। 'একবার সুপ্রিম কোর্টে এসএলপি করছেন, আবার সেটা প্রত্যাহার করছেন। এটা কী হচ্ছে? আইনজীবীরা কি বিনা পয়সায় মামলা করেছেন? কাদের টাকায় এই মামলা ? রাজ্যের এই আচরণ প্রত্যাশিত নয়', রাজ্যকে ভর্ৎসনা করে মন্তব্য বিচারপতি অমৃতা সিনহার। রিপোর্ট পেশের জন্য আরও কিছুটা সময় চাইল সিবিআই। আগামী বুধবার সিবিআই ও ED কে রিপোর্ট পেশের নির্দেশ। ১৪ জুন এই মামলার পরবর্তী শুনানি।


হাজিরা সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ রাহুল বেরার:
নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে সিজিও কমপ্লেক্সে হাজিরা সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ রাহুল বেরার। ইডি-র তলবে হাজিরা বিষ্ণুপুর থানার সিভিক ভলান্টিয়ার রাহুল বেরার।
সুজয়কৃষ্ণ ভদ্রের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে রাহুল বেরাকে, খবর সূত্রের। ইডি-র দাবি সুজয়কৃষ্ণের হয়ে কাজ করতেন রাহুল বেরা। সুজয়কৃষ্ণই তাঁকে ফোন থেকে নিয়োগসংক্রান্ত নথি ডিলিট করতে বলেন বলে ইডি-র দাবি।


আরও সম্পত্তি:
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র সঙ্গে জুড়ল আরও ৩ কোম্পানির নাম। ইডি সূত্রে খবর, জেরায় নতুন তিনটি সংস্থার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত পাওয়া সংস্থাগুলির মাধ্য়মে ২০ থেকে ২২ কোটি টাকা লেনদেন হয়েছিল বলে ইডি সূত্রে দাবি। এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এসেছিল? লেনদেনের কারণ কী? খতিয়ে দেখছেন ইডির আধিকারিকরা। তদন্তকারীদের অনুমান, নিয়োগদুর্নীতির কালো টাকা এই সংস্থাগুলির মাধ্য়মে সাদা করার চেষ্টা করা হয়েছে।


আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থেকে অনলাইন মনোনয়ন-একাধিক দাবিতে হাইকোর্টে কংগ্রেস