ভাবমূর্তি ফেরাতে বার্তা? পঞ্চায়েতের পরিষেবা পেতে কাউকে এক পয়সাও দেবেন না! কেউ টাকা চাইলে, ছবি তুলে পাঠান! কোচবিহারের প্রচারমঞ্চ থেকে পঞ্চায়েতে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশ আগে দিলে এতজনকে জেলে যেতে হত না, মন্তব্য অধীর চৌধুরীর। চুরির দায় এড়ানোর অজুহাত, কটাক্ষ সুকান্ত মজুমদারের।
'মহাঘোঁট' বনাম 'মহাজোট' : দিল্লিতে বিজেপির বিরুদ্ধে মহাজোট গড়ার চেষ্টা করছি। আর বাংলায় বিজেপি, সিপিএম আর কংগ্রেস মহাঘোঁট তৈরি করেছে। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে ফের বাম-বিজেপি ও কংগ্রেসের আঁতাঁতের অভিযোগে সরব হলেন তৃণমূল নেত্রী। বাংলায় কার জন্য শক্তিশালী হল বিজেপি? পাল্টা প্রশ্ন তুলে তৃণমূলকে বিঁধেছে বাম ও কংগ্রেস।
নিশানায় বিএসএফ: 'খবর আছে, বর্ডারে গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাবে বিএসএফ। ভয় পাবেন না। অভিযোগ জানাবেন।' পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে বিএসফকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেশবিরোধী কথা মুখ্য়মন্ত্রীর, পাল্টা আক্রমণে দিলীপ ঘোষ।
কমিশন-কেন্দ্র চিঠির লড়াই : ভোটের আর মাত্র ১২দিন, কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও চিঠির লড়াই! কেন্দ্রের চিঠির পাল্টা চিঠি রাজ্য নির্বাচন কমিশনের। কেন কেন্দ্রীয় বাহিনী এখনও মোতায়েন করা হল না তা জানতে চেয়ে চিঠি। অতিরিক্ত ৪৮৫ কোম্পানি সহ আগের ৩১৫ কোম্পানি চেয়ে পত্রাঘাত।
দফা বৃদ্ধির আবেদন : পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধির জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করলেন ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকি। আবেদনে তিনি বলেন, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দেওয়া না গেলে, ভোটের দফা বৃদ্ধি করা হোক। চলতি সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা।
ভোট বন্ধের আবেদন : নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ করার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন এক আইনজীবী।
প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পাশাপাশি, রাজ্যে জরুরি অবস্থা জারির জন্য কেন্দ্রকে নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। শুক্রবার শুনানির সম্ভাবনা।
সিবিআই-নির্দেশ খারিজ : পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। সিপিএম প্রার্থীর মনোনয়ন বিকৃত করার অভিযোগে উলুবেড়িয়ার বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সিবিআই তদন্তের মত উপাদান এই মামলায় নেই, জানাল ডিভিশন বেঞ্চ। এক সদস্যের কমিশন গঠন করে ৩ সপ্তাহের মধ্যে তদম্ত রিপোর্ট পেশের নির্দেশ।
রাজীব-নিয়োগে মামলা : রাজ্য নির্বাচন কমিশনারের পদে রাজীব সিন্হার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ আইনজীবীর। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।
মনোনয়ন-সিদ্ধান্ত কমিশনের : ভাঙড়ে বাদ যাওয়া ৮২ জন আইএসএফ প্রার্থীর মামলায় মনোনয়ন ফের খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণের জন্য কমিশনকে নির্দেশ বিচারপতি অমৃতা সিন্হার। ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। অভিযোগ বৈধ হলে ৮২জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ।
ডোমকলে গুলিবিদ্ধ ৪ : আজ মুর্শিদাবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো। তার আগের রাতেই ডোমকলে শ্যুটআউট। সিপিএম-তৃণমূল সংঘর্ষে গুলি, বোমাবাজির অভিযোগ। চার কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে তৃণমূল। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে তৃণমূল ও সিপিএম।
কাউকে এক পয়সাও দেবেন না! পঞ্চায়েত ভোটের আগেই বার্তা মমতার - আরও খবর
ABP Ananda
Updated at:
27 Jun 2023 09:50 AM (IST)
Edited By: Nibedita Bhattacharya
কেউ টাকা চাইলে, ছবি তুলে পাঠান! তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মমতা
বিজেপির বিরুদ্ধে মহাজোট গড়ার চেষ্টা করছি, বার্তা মমতার
আরও খবর ...
বাংলার গুরুত্বপূর্ণ খবর
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
27 Jun 2023 09:50 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -