- বার্তাই সার, মনোনয়নেই সন্ত্রাস : অভিষেকের বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস। মিনাখাঁয় মাথা ফাটল সিপিএম নেত্রীর। বাঁকুড়ায় আক্রান্ত বিজেপি নেতা।
- বড়শুলে ইটবৃষ্টি : মনোনয়ন ঘিরে উত্তপ্ত বর্ধমানের ২ নম্বর ব্লকের বড়শূল। মনোনয়ন জমা দেওয়ার পথে, শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি আটকে পুলিশের সামনেই ইটবৃষ্টি। বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ইটের ঘায়ে আহত শক্তিগড় থানার ওসি-সহ তিন পুলিশ কর্মী। এক সিপিএম কর্মীর মাথা ফাটে। প্রতিবাদে পালসিটে রাস্তা অবরোধ সিপিএমের।
- আতঙ্কে আটকে অফিসেই : তৃণমূলের হামলার আশঙ্কা, ভাঙড়ে বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা! বিডিও অফিসের বাইরে তৃণমূলের জমায়েত, বেরোতে হল তালা ভেঙে! বিডিও অফিসের পিছনের দরজার তালা ভেঙে বের করা হল আইএসএফ প্রার্থীদের।
- বিডিও অফিসেই 'গুলি' : আরাবুলের শান্তির বার্তার পরেই উত্তপ্ত ভাঙড়। তৃণমূলের বিরুদ্ধে গুলিও চালানোর অভিযোগ আইএসএফ প্রার্থীর।
- হেফাজতেই চাইল না পুলিশ : গ্রেফতারিতে গড়িমশি, বন্দুকবাজ, তৃণমূল নেতাকে হেফাজতেই চাইল না পুলিশ! কোমরে পিস্তল গুঁজে বিডিও অফিস পাহারা, আজও হেফাজতেই চাইল না পুলিশ! ২৩ জুন পর্যন্ত জেল হেফাজতে বন্দুকবাজ তৃণমূল নেতা নেতা বাসির মোল্লা!
- ভোটের আগেই 'বিজয় উৎসব' : ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'! ৩দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন, সব তৃণমূলের! মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আবির খেলা, মিষ্টি বিলি। বিজয় উৎসব, বলছেন তৃণমূল প্রার্থীরাই! উন্নয়নের জন্য খুঁজে পাওয়া যাবে না বিরোধীদের, দাবি তৃণমূলের। কেন এখনও বিরোধীরা মনোনয়ন দিতে পারেনি? জবাব নেই বিডিওর।
- দিলীপকে 'চোর' স্লোগান : নারায়ণগড়ে ব্লক অফিসের সামনে দিলীপকে 'চোর চোর' স্লোগান। তৃণমূলের বিরুদ্ধে ১৪৪ ধারা অমান্যের অভিযোগ দিলীপ ঘোষের।
- প্রতিরোধের হুঙ্কার সেলিমের : '২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়'। জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার মহম্মদ সেলিমের। বাঁশ এবং বাঁশ লাগানো ঝান্ডার ছবি দিয়ে ট্যুইট সেলিমের। প্রস্তুতির কথা বলে ঝান্ডার ছবি দিয়ে ট্যুইট সেলিমের।
- ভোটের দিন বদল : পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন স্ক্রুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন। প্রাথমিক প্রস্তাব আদালতের।
- 'কারণ ছাড়া প্রত্যাহার নয়': 'কারণ না দেখালে কোনও প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার নয়।'জেলায় জেলায় সন্ত্রাসের মধ্যেই নির্দেশ কমিশনের। 'কেন মনোনয়ন প্রত্যাহার, নির্দিষ্ট কারণ দেখাতেই হবে প্রার্থীকে।' 'রিটার্নিং অফিসার সন্তুষ্ট না হওয়া পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার নয়।' পঞ্চায়েত ভোটে কোনও অশান্তি বরদাস্ত নয়, ফের বার্তা রাজ্যপালের।
West Bengal Top News: ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'! মনোনয়নে 'অপহরণ', পরে মুক্তি - আরও খবর
ABP Ananda | 13 Jun 2023 07:35 AM (IST)
অভিষেকের বার্তাই সার, মনোনয়নেই সন্ত্রাস
আরাবুলের বার্তার পরেই উত্তপ্ত ভাঙড়
ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'!
West Bengal Top News
Published at: 13 Jun 2023 07:35 AM (IST)