কলকাতা: এক নজরে দেখে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরগুলি



কার ফোনের তথ্যের ভিত্তিতে গ্রেফতার: 
নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূল নেতার ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেফতার সুজয়কৃষ্ণ। য়োগ দুর্নীতিতে ধৃত এক তৃণমূল নেতার মোবাইলেই মিলেছে তথ্য। 'কালীঘাটের কাকু'-নিজের মোবাইলের তথ্য যথেষ্ট ছিল না,ধৃত তৃণমূল নেতার ফোনের তথ্য দেখিয়েই গতকাল ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।'মোবাইলের তথ্য দেখানোর পরেও তথ্য গোপন করছিলেন সুজয়কৃষ্ণ। জয়কৃষ্ণের সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে স্বীকার করেছেন ধৃত নেতা। রকারে কেস ডায়রিতে সেকথা উল্লেখ করা হবে বলেও দাবি ইডি-র। এবার নজর সুজয়কৃষ্ণের বেনামি সম্পত্তিতে। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা লেনদেনে জড়িত সুজয়কৃষ্ণ। খবর ইডি সূত্রে। ৩টি সংস্থার মাধ্যমে কোটি কোটি কালো টাকা সাদা করা হত, সন্দেহ ইডি-র।


শুভেন্দুর নিশানায় অভিষেক:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। 'প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ  বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন।' ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।


আরও এক কুড়মি নেতা গ্রেফতার:
কনভয়কাণ্ডে কুড়মিদের আরও এক প্রতিনিধি গ্রেফতার। জয় মাহাতো নামে কুড়মি সমাজের এক প্রতিনিধিকে গ্রেফতার করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ধৃত জয় মাহাতো হামলার দিন ঘটনাস্থলেই ছিলেন। ঘটনার পর ধৃত জয় মাহাতো গা ঢাকা দিয়েছিলেন বলে দাবি পুলিশের। ধৃতের ৬ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ধৃত জয় মাহাতোর রাজনৈতিক পরিচয় ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। তৃণমূল সূত্রে দাবি, ২০২১ সালের বিধানসভা ভোটের সময় থেকেই জয় মাহাতো এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত
বিজেপির পতাকা হাতে, বিজেপি নেতাদের সঙ্গে, সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর একাধিক ছবি আছে। কুড়মি নেতৃত্বের বক্তব্য, জনজাতিভুক্ত অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন। বিজেপি শিবিরের দাবি, ধৃতের সঙ্গে দলের কোনও যোগ নেই।


নয়া শিক্ষানীতি:
উচ্চশিক্ষায় মোদি সরকারের শিক্ষানীতির একাংশ মানল রাজ্য। চলতি শিক্ষাবর্ষ থেকেই বাংলায় কার্যকর ৪ বছরের অনার্স কোর্স। 'বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনেই সিদ্ধান্ত', সর্বভারতীয় ক্ষেত্রে পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত, জানালেন শিক্ষামন্ত্রী। স্নাতকে ভর্তিতে কেন্দ্রীয় ভাবে অনলাইন প্রক্রিয়া এবারও কি বিশ বাঁও জলে? আগের পদ্ধতিতেই স্নাতকে ভর্তির পথে শিক্ষা দফতর, খবর সূত্রের। বিভ্রান্তি এড়াতেই কলেজগুলিকে আলাদা ভাবে ভর্তির ভাবনা, জানালেন শিক্ষামন্ত্রী


তাপপ্রবাহের সতর্কবার্তা:
জুনের শুরুতেও তাপপ্রবাহের সতর্কবার্তা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পূর্বাভাসে এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে লু বইতে পারে। শনিবারও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং নদিয়ায়। শনিবার ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও লু বইতে পারে। জুনের শুরুতেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গের দুই দিনাজপুর ও মালদায়।


আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ?