রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব:
কয়লা পাচার মামলায় আজ রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা অভিষেক-পত্নীর। সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। আজ হাজিরা দিলে এই নিয়ে দু’বার ইডি-র মুখোমুখি হবেন রুজিরা।


রাজ্যে বন‍্ধের ডাক:
CRI রিপোর্টে বদল ঘটিয়ে অ-আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার। এই অভিযোগে আজ ১২ ঘণ্টা বাংলা বন‍্ধের ডাক দিয়েছে ২৫টি আদিবাসী সংগঠনের মিলিত মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন। প্রভাব পড়েছে জঙ্গলমহলের বিভিন্ন জেলায়। বন‍্ধের আওতার বাইরে রাখা হয়েছে রেল পরিষেবাকে। অ্যাম্বুল্যান্স, দুধের গাড়ি-সহ জরুরি পরিষেবাকে ছাড় দেওয়া হয়েছে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়াতে রাস্তা অবরোধ, বন‍্ধের প্রভাব


পুর নিয়োগে সিবিআই হানা:
বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেয় সিবিআই। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় নথি সংগ্রহের কাজেই দিনভর তল্লাশি হয়েছে। বেশ কিছু জেলার একাধিক পুরসভা, অয়ন শীলের অফিস-বাড়ি এবং পুর দফতরের অফিসেও তল্লাশি করা হয়েছিল। একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে। আজও কি কোথাও হানা দেবে সিবিআই?


উপাচার্য নিয়োগ নিয়ে মামলা:
বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে দড়ি টানাটানি রাজভবন ও রাজ্যের মধ্যে। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের অর্ডিন্যান্সকে চালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হবে আগামী ১২ জুন।


করমণ্ডল দুর্ঘটনা মামলায় FIR:
করমণ্ডল-বিপর্যয়ে দিল্লিতে এফআইআর দায়ের করল সিবিআই। দিল্লির স্পেশাল ক্রাইম জোন ওয়ানে মামলা রুজু হয়েছে। এদিকে, বুধবার, বাহানাগা বাজার স্টেশন, প্য়ানেল কন্ট্রোল রুম, রিলে রুমে যান সিবিআই আধিকারিকরা। বালেশ্বর হাসপাতালে গিয়ে, দুর্ঘটনায় আহত রেলযাত্রীদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা। তাঁদের বয়ান নথিভুক্ত করা হয়।


করমণ্ডল দুর্ঘটনায় CBI তদন্ত, প্রশ্ন মমতার:
সম্প্রতি বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। সেখানে কমিশনার অফ রেলওয়ে সেফটির তদন্ত শেষের আগেই তদন্ত শুরু করেছে সিবিআই। তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'বিংশ শতাব্দীর সবচেয়ে ব়ড় অ্য়াক্সিডেন্ট। সিবিআই কী করবে? ক্রিমিনাল কেস হলে তো সিবিআই করবে। ধামাচাপা দেওয়ার জন্য় ব্য়াপারটা।'   


কামদুনি প্রতিবাদ:
কলেজ ছাত্রীর গণধর্ষণ ও খুনের মামলায় দোষীদের শাস্তির অপেক্ষা এখনও চলছে। কামদুনি কাণ্ডে এখনও শাস্তি মেলেনি।  ঘটনার ১০ বছর পূর্তির দিনে ফের দোষীদের শাস্তির দাবিতে সরব হল কামদুনির নির্যাতিতার পরিবার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরাও। বর্ষপূর্তিতে বুধবার কামদুনিতে মিছিল ও সভার আয়োজন করা হয়। সেখানে পাশাপাশি দেখা যায় বাম ও কংগ্রেসকে। উপস্থিত ছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেত্রী রমলা চক্রবর্তী, কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, সমাজ কর্মী শ্বাশতী ঘোষ প্রমুখ।


কবে আসবে বৃষ্টি?
সুখবর শোনাল আবহাওয়া দফতর। জ্বালাপোড়া গরম থেকে স্বস্তি দিয়ে রবিবারই রাজ্যে আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের উপকূলে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। যদিও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও এসে উপস্থিত হয়েছে। আরব সাগরে বছরের প্রথম ঘূর্ণাবর্ত তৈরি হল। সেটি নিম্নচাপ থেকে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে (Cyclone Biparjoy)। এই ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব আবহাওয়ার উপরও পড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কেরল দিয়ে দেশে বর্ষা ঢোকে। কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবে বর্ষণে কিছুটা হলেও প্রভাব পড়বে। আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে দক্ষিণ ভারত ছাড়িয়ে খুব বেশিদূর এগোতে পারবে না বর্ষা।


কেন দলবদল, খোলসা করলেন বায়রন:
সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তাঁর জয়ে কার্যত অক্সিজেন পেয়েছিল ধুঁকতে থাকা বাম ও কংগ্রেস শিবির। কিন্তু সব হিসেব উল্টে দিয়ে জেতার কয়েক মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন সাগরদিঘির বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। এবার তিনি জানালেন কেন তাঁর দলবদল। বায়রন বলেন, 'তৃণমূলে জনগণের জন্য কাজ করতে পারব। কংগ্রেসে থেকে যেটা পারছিলাম না।  আমি ভয়ে দলবদল করিনি,  টাকা দিয়েও আমাকে কেউ কিনতে পারবে না। শাসকদলে থাকলে প্রশাসনিক সাপোর্ট মেলে।' তিনি আরও বলেন, 'কংগ্রেস আমাকে নিরাপত্তা দিতে পারেনি। এখন নিরাপত্তা দিয়েছে। জনগণ কাজ চায়। কাজ পেলে সব ভুলে যাবে।'


গয়নার দাম শুনে বিস্ময়:
৬ বছর চাকরি করে কি ৩৬ লক্ষ টাকার গয়না কেনা সম্ভব? গরুপাচারকাণ্ডে ধৃত সায়গল হোসেনের মামলার শুনানিতে বিস্মিত আসানসোল সিবিআই আদালতের বিচারক। সায়গল হোসেনের স্কুল শিক্ষিখা স্ত্রীর কেনা গয়নার পরিমাণ নিয়ে বিস্মিত আসানসোল সিবিআই আদালতের বিচারক। গরু পাচারকাণ্ডের তদন্তে সায়গল হোসেনের কাছ থেকে ৩৬ লক্ষ ৬৭ হাজার ৭০৯ টাকার সোনা ও রুপোর গয়না বাজেয়াপ্ত করেছিল সিবিআই। সায়গলের স্ত্রী দাবি করেন বেশ কিছু গয়না তাঁর। এদিন আদালতে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক জানান, ৭০ হাজার টাকা মূল্য়ের সোনার ও ১৭ হাজার টাকা মূল্য়ের রুপোর গয়না গরু পাচারের আগে কেনা হয়। সেগুলির রসিদ পাওয়া গিয়েছে। বাকি গয়নার রসিদ পাওয়া গেলেও তা তাঁদের দোকানের নয় বলে জানিয়েছেন গয়নার দোকানের মালিকরা। সায়গলের আইনজীবী শেখর কুণ্ডু আদালতে বলেন, তাঁর মক্কেলের স্ত্রী প্রাথমিক স্কুলে চাকরি করেন।


Cow Smuggling Case: '৬ বছর চাকরি করেই ৩৬ লক্ষের গয়না!' ধৃত সায়গলের মামলায় বিস্মিত বিচারক