রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ : ফের ট্রেন দুর্ঘটনা। (Train Accident) ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে ট্রাকে ধাক্কা মারল ট্রেন।
রবিবার রাত ১টা নাগাদ মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে যায় ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে সেটি। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। (Train)
দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ট্রাকের যন্ত্রাংশ ভেঙে আটকে গেছে রেললাইনে। আপাতত আপ ডাউন দুই লাইনের ট্রেন চলাচল বন্ধ। রেলের আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। ট্রাক চালক পলাতক। হতাহতের কোনও খবর নেই। এর জেরে আটকে পড়ে কলকাতা থেকে আগরতলাগামী আপ ০২৫০১, আপ হাওড়া কাটিহার এক্সপ্রেস।
কী জানাল রেল (Railways)
রেল সুত্রে জানা গিয়েছে , কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটি রবিবার সন্ধেয় কলকাতা থেকে ছেড়ে রাধিকাপুর যাচ্ছিল। সোমবার রাত ১.২৫ নাগাদ ফরাক্কার বল্লালপুরের ব্রিজ নিচে রেললাইনে উপর একটি বালি বোঝায় লড়ি চলে আসায় ট্রেনের চালক হঠাৎ ব্রেক কষেন। সেই সময় ট্রেনটি ধাক্কা মারে বালি বোঝায় লরিটিকে। হঠাৎ ব্রেক কষতেই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। রেল লাইন থেকে ইঞ্জিনের কোচটির চাকা চ্যুত হয়। ঘটনায় হতাহতের কোন খবর নেই। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেল দফতরের একাধিক আধিকারিক, রেল পুলিশ ও ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও বিশাল পুলিশ বাহিনী। তড়িঘড়ি দুটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন- তিন রাজ্যে বিজেপির হ্যাটট্রিক, বাংলাতেও ঝড় তুলবে গেরুয়া শিবির?
গত মাসে ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণ
গত নভেম্বরেই ট্রেন সফরে আতঙ্ক তৈরি হয়েছিল ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেসে। ওই ট্রেনে একটি কামরায় বিস্ফোরণের ঘটনা ঘটে। পিটিআই সূত্রের খবর, বিস্ফোরণের জেরে চার জন জখম হন। আহতদের মধ্যে এক মহিলাও ছিলেন। বিস্ফোরণের সময় সমস্তিপুর রেল স্টেশনের কাছে ছিল ট্রেনটি। সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিনয় শ্রীবাস্তব জানান, যখন ভাগলপুর-দ্বারভাঙ্গা ইন্টারসিটি এক্সপ্রেস আউটার সিগনালে ছিল তখনই বিস্ফোরণ ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত কামরায় পৌঁছয় আরপিএফ এবং জিআরপির টিম। পিটিআই সূত্রের খবর, কামরার মধ্যে একটি আপার বার্থে একটি ব্যাগ রাখা ছিল। সেখান থেকেই ধোঁয়া বেরতে দেখা গিয়েছিল। আহত যাত্রীদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে ট্রেনটিকে দ্বারভাঙ্গা নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরে ক্ষতিগ্রস্ত কামরা সব যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই বেরিয়ে আসে তথ্য। PTI সূত্রের খবর, সমস্তিপুরের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন জিজ্ঞাসাবাদের জানা গিয়েছে, অরবিন্দ মণ্ডল এবং নবেন্দু মণ্ডল নামে মধুবনী জেলার বাসিন্দা দুই যাত্রী স্বীকার করেন যে তাঁরাই ওই ব্যাগের মালিক। ব্যাগে বারুদ ছিল হলে তাঁরা স্বীকার করেন জিজ্ঞাসাবাদে।