উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: SIR ঘোষণা হতেই উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় কাজ ছাড়ছেন পরিচারিকারা বলে উঠে এসেছে অভিযোগ। গৃহকর্ত্রীদের অনেকেই বলছেন, কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন তাঁদের গৃহ সহায়িকারা। আর এতেই প্রশ্ন উঠছে, SIR ঘোষণা হতেই হঠাৎ করে কেন উধাও হয়ে যাচ্ছেন তাঁরা? পিছনে কি তাহলে অন্য কোনও কারণ? 

Continues below advertisement

আরও পড়ুন, SIR ঘিরে তোলপাড়ের মধ্যেই ভুয়ো ভোটার-আধার বানিয়ে বসবাস ! ভবানীপুরে গ্রেফতার ৩ আফগান নাগরিক

Continues below advertisement

কারও এলাকায় পরিচিতি 'রহিমার মা' নামে, কারও আবার পাড়ায় পরিচয় 'মিনতির মা' বলে, কিন্তু, SIR ঘোষণা হওয়ার পর হঠাৎ করেই না কি তাঁরা উধাও! উত্তর ২৪ পরগনার বিরাটি, বিশরপাড়া সহ বিস্তীর্ণ অঞ্চলে গৃহ সহায়িকাদের একাংশের হঠাৎ উবে যাওয়া ঘিরেই দানা বাঁধছে রহস্য়! প্রশ্ন উঠছে তাঁরা কি তাহলে বাংলাদেশি অনুপ্রবেশকারী? তাই কি এসআইআর ঘোষণা হতেই উধাও হয়ে যাচ্ছেন? বিরাটির বাসিন্দা  অপলা মিত্র বলেন, আমরা সবাই রহিমার মা বলেই ডাকতাম। একদিন এসে বললেন আমরা কাজ ছেড়ে দেবো। বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অপলা মিত্র। তাঁর বাড়িতে ২৫ বছর ধরে কাজ করতেন 'রহিমার মা'। কিন্তু তাঁর দাবি, কয়েকদিন আগেই কাজ ছেড়ে বাংলাদেশ ফিরে গেছেন তাঁর বাড়ির পরিচারিকা। বিরাটির ওই বাসিন্দা অপলা মিত্র বলেন, আমরা সবাই রহিমার মা বলেই ডাকতাম। একদিন এসে বললেন আমরা কাজ ছেড়ে দেবো। কী সব হচ্ছে আর এখানে থাকা যাবে না। তারপর কাজ ছেড়ে দিয়ে চলে গেল। বলছিল বাংলাদেশে যাবে। কারণ একটা আতঙ্কে ছিল।  শরৎ কলোনিরই আরেক বাসিন্দা গীতিকা বসু। সম্প্রতি তাঁর গৃহ সহায়িকাও কাজ ছেড়ে বাংলাদেশে চলে গেছেন বলে দাবি তাঁর। বিরাটির বাসিন্দা গীতিকা বসু বলেন,  আমার বাড়িতে অনেক দিন ধরে কাজ করতেন এক মহিলা। কিন্তু কয়েকদিন আগে বলল কাজ করতে পারবে না। সবাই নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। কিছু তো বলার নেই। বলছে ওদের ওখানে যারা থাকতেন সবাই মিলে আস্তে আস্তে বাংলাদেশ চলে যাচ্ছে। এটুকুই আমি জানি। 

উত্তর ২৪ পরগনার বিশরপাড়া থেকে অনেকেই যখন বাংলাদেশে ফেরার তোড়জোড় করছেন, তখন একচিলতে বাড়ির উঠোনে বসে আতঙ্কের প্রহর গুনছেন মহম্মদ আলম। উত্তর ২৪ পরগনার বিশরপাড়ার বাসিন্দা  মহম্মদ আলম বলেন,'আমার ভোটার কার্ডে নাম রয়েছে ভোট দিয়েছি বউয়ের নাম আছে। কিন্তু ২০০২ সালের আগের কোন নথি আমাদের নেই।এখন আমাদের কী হবে। যদি তাড়িয়ে দেয় শেষ পর্যন্ত চলে যাব কী আর করা যাবে।'

বিশরপাড়ার বাসিন্দা   সাবিনা বিবি বলেন, আমার সমস্ত কাগজপত্র আছে কারণ আমি এখানেই জন্মেছি। আমি এ দেশের নাগরিক। কিন্তু আমার মা-বাবার তো নেই। যদি তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে হয় আমি একা থাকবো কি করে। আমরা সবাই ভীষণ আতঙ্কে আছি।'এই নিয়ে চলছে রাজনীতিও। শুধুমাত্র ভারতীয়রাই থাকবে ভারতের ভোটার তালিকায়। এই লক্ষ্য়েই শুরু হয়েছে SIR। তা ঘিরেই এখন নানা অঙ্ক।নানা সমীকরণ।