অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: আশ্বিণের মাঝামাঝি ঠিক যখন পুজোর বাজনা বেজে উঠবে, তখন বাংলার আকাশে দুর্যোগ-সঙ্কেতই দেখছে আবহাওয়া দফতর। আপাতত কয়েকদিন আকাশ পরিষ্কার হলেও , খুব শিগগিরিই ফের আবহাওয়ার মেজাজ বিগড়োবে। আবহাওয়া দফতরের আশঙ্কা, অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বাংলায় বৃষ্টি বাড়তে পারে । অর্থাৎ পুজোর মধ্যে বৃষ্টি হওয়ারই সম্ভাবনা বেশি।


গত সপ্তাহের টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলা। এরই মধ্যে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে বিভিন্ন ব্যারেজ থেকে। এর জলে গ্রামের পর গ্রাম ডুবেছে। পুজোর মুখে কার্যত নিঃস্ব, ছাদ-হারা হয়েছেন বহু মানুষ। তবে কয়েকদিন বৃষ্টি কম থাকলে ও জল-ছাড়ার পরিমাণটা কমে গেলে, জলস্তর নামার আশা রাখছে বানভাসি এলাকার মানুষ। তবে এরই মধ্যে জানা যাচ্ছে, রবি ও সোমবার নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। তবে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই। ফের রবিবার, বাইশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতা , হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। 


আগামীকাল , শনিবার অবধি, মূলত পরিষ্কার আকাশই থাকবে দক্ষিণবঙ্গে। রোদ ঝলমলে পরিবেশ থাকবে। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এই সপ্তাহে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। স্বাভাবিক বা স্বাভাবিকের আশে পাশে থাকবে দিন ও রাতের তাপমাত্রা।


অন্যদিকে উত্তরের দার্জিলিং থেকে সিকিমের পার্বত্য এলাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে । পার্বত্য এলাকাতেও গরম এবং অস্বস্তি ক্রমশ বাড়বে। শুধু দার্জিলিংয়ের পাহাড় নয় সিকিমে  গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা এই পরিবেশ পরিস্থিতি থাকবে বলে অনুমান আবহবিদদের।


আবহাওয়া অফিস জানাচ্ছে, প্রাক পুজো পর্বে আবার নিম্নচাপ দানা বাঁধতে পারে। শনিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ফের।  সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। আপাতভাবে নিম্নচাপ কোন অভিমুখে যায় এবং তার জেরে বাংলায় কতটা বৃষ্টি হয় সেটাই দেখার। 


আরও পড়ুন : 


বাবার ছোট্ট দোকান, মধ্যবিত্ত জীবন-যাপন, আলমারি ভর্তি পুরস্কার, আন্দোলনের-মুখ দেবাশিসের বাড়িতে ABP Ananda