সঞ্চয়ন মিত্র, কলকাতা : কলকাতায় আজ এই মরশুমের শীতলতম দিন। এবারের শীতে এই প্রথম এগারোর ঘরে নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার থেকেই জাঁকিয়ে পড়েছে ঠান্ডা । উত্তুরে হাওয়া রীতিমতো কাঁপুনি ধরাচ্ছে। বুধবার থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। দিল্লিতে চলছে শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো ঠান্ডা রাজধানী-সহ গোটা উত্তর-পশ্চিম ভারতে। 

আরও পড়ুন :   

 হাড় কাঁপাবে উত্তরের শীত, আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি দার্জিলিং-কালিম্পংয়ে, কত নামবে তাপমাত্রা ? 

আবহাওয়ার পরিবর্তন

আবহাওয়া দফতর জানাচ্ছে, শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে বেশ কয়েকটি জেলায়। দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে থাকবে ঘন কুয়াশার দাপট। পুরুলিয়াতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আজও। অন্যদিকে মঙ্গলবার পেরতে না পেরতেই আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে মনে করছে হাওয়া - অফিস।

রাজ্যজুড়ে বৃষ্টি, কোথায় বেশি ?

বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের উপরের দুই জেলা এবং দক্ষিণে উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা আছে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায়।

কলকাতার আবহাওয়া

কলকাতায় আজ এই মরসুমের শীতলতম দিন। উত্তুরে হাওয়ার দাপটে আরও নেমেছে পারদ। মরশুমে এই প্রথম ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে কলকাতার পারদ। কাল থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বুধবার। কলকাতায় মঙ্গলবার  সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। 

এক নজরে কলকাতার তাপমাত্রা 

সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
23-Jan 11.0 20.0
Fog/mist in the morning and partly cloudy sky later
24-Jan 15.0 21.0
Fog/mist in the morning and partly cloudy sky later
25-Jan 14.0 21.0
Generally cloudy sky with Light rain
26-Jan 14.0 22.0
Fog/mist in the morning and partly cloudy sky later
27-Jan 14.0 22.0
Fog/mist in the morning and partly cloudy sky later
28-Jan 13.0 22.0
Mainly Clear sky
29-Jan 13.0 22.0
Mainly Clear sky