সঞ্চয়ন মিত্র, কলকাতা: টানা দহনজ্বালার পর তাপের দাপট থেকে পরিত্রাণ চেয়েছিল রাজ্যবাসী। একের পর এক ঘূর্ণাবর্তের জেরে তীব্র গরমের সেই দাপট এখন আপাতত নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবারও দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বুধবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আগামী দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। তাই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
গত কয়েকদিন ধরে অনেকটাই নীচে রয়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কাল দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। বলা হয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। কাল কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামীকাল কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলায়।
মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি কম। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, আজ বিকেলের পর থেকে কাল দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চল ও গাঙ্গেয় জেলা সহ দুই উপকুলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। ৫ মে থেকে কমতে থাকবে বৃষ্টির পরিমাণ। বাড়তে থাকবে তাপমাত্রা। তবে ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে।
আরও পড়ুন, যত বেতন তার চেয়ে বেশি কাজ? আন্তর্জাতিক শ্রমিক দিবসে জেনে নিন আদৌ এই নিয়ম রয়েছে কি না!
অন্যদিকে, উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এর টানেই সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। একটি অক্ষরেখা বিদর্ভ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। এটি উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা হিসেবে প্রবেশ করেছে। আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ও ত্রিপুরাতে।
রাজধানী দিল্লিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে। আগামী ৪৮ ঘন্টায় এই পরিস্থিতি থাকবে। এছাড়াও কর্ণাটক, তামিলনাড়ু, তেলঙ্গানা, কেরল, মাহেতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ডে। উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে মঙ্গলবার।