সঞ্চয়ন মিত্র, কলকাতা: সকাল থেকে মেঘলা আকাশ, মুখ ভার আকাশের। ভোর থেকেই কোথাও কোথাও বৃষ্টি হয়েছে। তবে আজ রোদ্দুরের দেখা না-ও মিলতে পারে সারাদিনে, এমনটাই জানান হয়েছে। আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতরের।
হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টি হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। জারি হয়েছে কমলা সতর্কতা। অতি বৃষ্টির ফলে তিস্তা, তোর্সা, জলঢাকা, সঙ্কোষ নদীর জলস্তর বেড়েছে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে। তবে কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। দফায় দফায় কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ ছত্তিশগঢ়ের কাছে অবস্থান করছে। তা ক্রমশ এগোচ্ছে মধ্যপ্রদেশের দিকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার ও আলিপুরদুয়ারে। লাগাতার বৃষ্টির হাত ধরে কলকাতায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কমে ২৫ দশমিক ২ ডিগ্রি। একইভাবে কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কমে ২৯ দশমিক ৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এই মুহুর্তে ৮৪ থেকে ৯৭ শতাংশ।
মৌসম ভবনের তরফে জানান হয়েছে, মৌসুমী অক্ষরেখা পোরবন্দর আহমেদাবাদ উদয়পুর নারনাউল ও ফিরোজপুরের উপর অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গুজরাট রাজস্থানের আরো কিছু অংশ। এবং হরিয়ানা পাঞ্জাবের বাকি অংশে ঢুকে পড়বে।। নিম্নচাপ ছত্তীসগড়ে অবস্থান করছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। এই নিম্নচাপ ক্রমশ মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এছাড়াও পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে বঙ্গোপসাগরের ওপর। একটি উপকুল অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কেরালা উপকূল পর্যন্ত। এই ৩ সিস্টেমের হাত ধরে এ রাজ্যে আপাতত অত্যন্ত সক্রিয় মৌসুমী বায়ু।