পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: সামনেই কালীপুজো। তার আগেই দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দীপাবলির আগে ভাসতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। কালীপুজোর আগে দুর্যোগের ভ্রুকুটি, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। 


আবহবিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় বলেন, এখন এটা একটা ঘুর্ণাবর্ত হিসেবে অবস্থান করছে মূলত আন্দামান সাগরের কাছে এই জায়গায়। আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। মূলত পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। পশ্চিম উত্তর পশ্চিমে এগোবে। ২২ তারিখ ডিপ্রেশনে পরিণত হতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে। ২৩ তারিখ ঘূর্ণিঝড়ে ঘনীভূত হতে পারে। ২৪ তারিখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোবে। সমুদ্রে ১১০ থেকে ১২০ কিমি হাওয়া বইবে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে। 


আবহবিদ এও বলেন, আন্দামান সাগরের কাছে যে ঘূর্ণাবর্ত টি রয়েছে আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে রূপান্তরিত হবে। ২২ তারিখে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে। ২৩ তারিখ শক্তি বাড়িয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপান্তরিত হবে। ২৪ তারিখ সকালে পশ্চিমবঙ্গ উপকূল এবং ওড়িশা উপকূলের কাছে আসবে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, এখন এটি ঘূর্ণাবর্তের হিসেবে অবস্থান করছে। যা রয়েছে আন্দামান সাগরের কাছে। আগামী ২৪ ঘণ্টায় এর তীব্রতা বেড়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। প্রাথমিকভাবে এর অভিমুখ উত্তর-পশ্চিমে থাকার সম্ভাবনা রয়েছে। ২৩ তারিখে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।


সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রামে। শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় ও উপকূলবর্তী জেলাগুলিতে।



সোমবার থেকে উত্তাল থাকবে সমুদ্র। নিরাপত্তার কারণে ওই দিন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের
সম্পূর্ণভাবে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।


ওড়িশা ও পূর্ব মেদিনীপুরে ঘূর্ণঝড়ের সর্বাধিক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দফতরের। ঘূর্ণঝড়ের পূর্বাভাস থাকায় আগাম সতর্ক করা হয়েছে প্রশাসনকে। কোন কোন উপকূলবর্তী এলাকায় বেশি ক্ষয় ক্ষতি হতে পারে সেই বিষয়ে জানানো হয়েছে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে