বেঙ্গালুরু: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে টেস্টে হেরে টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথটা কি কিছুটা কঠিন করে ফেলল ভারত? বেঙ্গালুরুতে ৮ উইকেটে রোহিত বাহিনীকে হারয়ে দিয়েছে কিউয়ি বাহিনী। এই ম্য়াচের পরই পয়েন্ট টেবিলে কিছু পরিবর্তন হয়েছে। টেবিলের শীর্ষে এখনও ভারতই রয়েছে। কিন্তু সিরিজের বাকি দুটো ম্য়াচ কিন্তু একপ্রকার ডু অর ডাই পরিস্থিতিতে পৌঁছে গিয়েছে। 


বেঙ্গালুরু টেস্টের পর এখনও পর্যন্ত চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে ১২ ম্য়াচে খেলতে নেমে ৮ ম্য়াচ জিতেছে টিম ইন্ডিয়া। ৩টি হার ও ১ ম্য়াচ ড্র করেছে তারা। রোহিতরা এই মুহূর্তে ৬৮.০৬ শতাংশ জয় নিয়ে ১ নম্বরে রয়েছে। এই ম্য়াচের আগে যা ছিল ৭৪.২৪ শতাংশ। তা নীচে নেমে গিয়েছে। মোট ৯৮ পয়েন্ট ঝুলিতে রয়েছে ভারতের। তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তারাও ১২ ম্য়াচে মোট ৮টি জয় ছিনিয়ে নিয়েছে। তাদের জয়ের শতকরা হার ৬২.৫০ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা ও বেঙ্গালুরুতে জিতে চতুর্থ স্থানে নিউজিল্য়ান্ড। কিউয়িরা এই ম্য়াচের আগে ছয় নম্বরে ছিল তালিকায়, তারা চারে উঠে এসেছে। চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ৯ ম্য়াচে খেলতে নেমে পাঁচ ম্য়াচে হার ও চার ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে।


ফাইনালের আগে এখনও সাতটি ম্য়াচ খেলতে হবে ভারতকে। সেগুলোতে জয় ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া থাকবে ভারত নিঃসন্দেহে। নইলে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা কিন্তু ব্যবধান কমাচ্ছে। 


চতুর্থ দিনের শেষে কিউয়িদের সামনে লক্ষ্যমাত্রা ছিল ১০৭ রানের। হাতে ছিল ১০ উইকেট। এই পরিস্থিতিতে পঞ্চম দিনে বুমরা, সিরাজ, অশ্বিনদের দুরন্ত বোলিং পারফরম্য়ান্স একমাত্র জয়ের সম্ভাবনা তৈরি করতে পারত। এছাড়া বৃষ্টি হলে সেক্ষেত্রে ম্য়াচে হার বাঁচানো যেত। এদিন শুরুতে বৃষ্টি হল। বেশ ভালই বৃষ্টি হল। কিন্তু তা বন্ধ হতেই খেলা শুরু হতে বেশি সময় লাগল না। এদিনের খেলার শুরুটা অবশ্য যেমনটা ভারতীয় ক্রিকেটপ্রেমীরা চেয়েছিলেন, তেমনটাই হয়েছিল। টম ল্যাথামকে প্রথম দু বলের মধ্যেই প্যাভিলিয়নে ফেরান বুমরা। বোর্ডে রান না যোগ করেই ফিরে যান কিউয়ি অধিনায়ক। এরপর কনওয়ে ও উইল ইয়ং মিলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ধীরে ধীরে। কনওয়ে যদিও বুমরার দ্বিতীয় শিকার হয়ে ১৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর রাচিন ও ইয়ং মিলে দলের জয় নিশ্চিত করে দেন। ১৯৮৮ সালের পর ফের ভারতের মাটিতে টেস্ট ম্য়াচ জিতল নিউজিল্য়ান্ড।