কলকাতা: বর্ষার আগেই প্রবল বৃষ্টির সতর্কতা জারি হল গোটা বঙ্গ-জুড়ে। আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, আগামী ২৭ মে পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। যার প্রভাবে ২৮ মে থেকে রাজ্যের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। ক্রমে তা সুষ্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার নাগাদ পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যা পরবর্তী দু'দিনে আরও সুস্পষ্ট হয়ে উঠবে। সেটার প্রভাবে আগামী বুধবার থেকে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। তবে সেই সুস্পষ্ট নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা এখনও জানানো হয়নি।
তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এখনই দেখছেন না আবহবিদেরা। অন্য দিকে, আরব সাগরের উপরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আজ থেকে ২৮ মে পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও হাওয়ার বেগ হতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিমি। ২৮ মে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।
আগামী সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী বুধবার দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।