কলকাতা: কুয়াশাচ্ছন্ন পৌষের সকাল (Winter Forecast)। রবিবার ভোর থেকেই সাদা চাদরে মোড়া কলকাতা সহ অন্যান্য জেলা। রোদের দেখা নেই। দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে। এক ধাক্কায় ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে পিছু হঠেছে উত্তুরে হাওয়া। পুবালি হাওয়ার হাত ধরে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। তার জেরেই বছর শেষে তাপমাত্রা বেড়েছে।

আবহাওয়ার আপডেট: এবার কি উষ্ণ বড়দিন? আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত সেরকমই বলছে। প্রায় দশদিন আগে শীতের যে লম্বা স্পেল শুরু হয়েছিল, তা আপাতত শেষে পথে। রবিবার ফের চড়ল তাপমাত্রার পারদ।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দু-একদিনে আরও বাড়তে পারে তাপমাত্রা। পশ্চিমি ঝঞ্ঝা, আর বছর শেষে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। পুবালি হাওয়ার দাপটে পিছু হঠছে উত্তুরে হাওয়া। আর তারই প্রভাবে বাড়ছে তাপমাত্রা। বড়দিন কতটা ঝলমলে থাকবে, তা নিয়েও থেকে যাচ্ছে সংশয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দার্জিলিঙের উচ্চ পার্বত্য অঞ্চলে ঠান্ডার কামড় রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস

তথ্যসূত্র: https://city.imd.gov.in/citywx/city_weather.php?id=42807

 

Date Min Temp Max Temp Weather
24-Dec 17.0 27.0
Fog/mist in the morning and mainly clear sky later
25-Dec 17.0 27.0
Mainly Clear sky
26-Dec 17.0 27.0
Mainly Clear sky
27-Dec 17.0 27.0
Mainly Clear sky
28-Dec 17.0 27.0
Mainly Clear sky
29-Dec 17.0 27.0
Mainly Clear sky
30-Dec 17.0 27.0
Mainly Clear sky

এদিন সকালে ঘন কুয়াশার জেরে প্রভাব পড়েছে বিমান পরিষেবা থেকে ফেরি পরিষেবায়। রাস্তাঘাটে যানবাহন চলছে ধীর গতিতেই। দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা আংশিক ব্যাহত হয়। সকাল সাড়ে ৭টা পর্যন্ত কোনও বিমান নামেনি। কয়েকটি বিমান উড়লেও, অধিকাংশই নির্ধারিত সময়ের থেকে দেরিতে ছেড়েছে। ঘন কুয়াশার কারণে কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় এই বিপত্তি। দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়া ও কলকাতার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা এতটাই যে, ১৫-২০ মিটার দূরেও কিছু দেখা যাচ্ছে না। সেই কারণে সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হওয়ার কথা থাকলেও, তা বন্ধ রাখতে বাধ্য হয় হুগলি নদী জলপথ পরিবহণ সমবায় সমিতি। কুয়াশায় ঢেকেছে দ্বিতীয় হুগলি সেতু, হাওড়া ব্রিজ। ধীর গতিতে যান চলাচল করছে। রাস্তায় লোকজনের সংখ্যাও অন্য দিনের তুলনায় কম। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal: বাড়ছে আক্রান্তের সংখ্যা, বছরশেষে বাংলায় কালাজ্বর আতঙ্ক