কলকাতা: কেন্দ্র ও রাজ্য় সরকার যখন কালা জ্বর নির্মূল করার পথে হাঁটছে, তখন বাংলায় কালা জ্বরে আক্রান্তের পরিসংখ্যানে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অক্টোবরে রাজ্য়ে কালাজ্বরে আক্রান্তের সংখ্যা ১০। ডিসেম্বরে তা বেড়ে হয়েছে ১৪। তবে এনিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানাচ্ছেন চিকিৎসকরা।


বাংলায় কালাজ্বর আতঙ্ক: বছর শেষে ফের করোনা আতঙ্কের মধ্য়েই রাজ্য়ে বাড়ছে কালাজ্বরের। কেন্দ্র ও রাজ্য়ের সরকার যখন কালাজ্বর নির্মূল করতে কোমর বেঁধে নেমেছে, তখন রাজ্য়ের আক্রান্তের পরিসংখ্য়ান উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অক্টোবরে বাংলায় কালাজ্বরে আক্রান্ত হয়েছিলেন ১০ জন। ডিসেম্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৪।

ডেঙ্গি ও ম্য়ালেরিয়ার প্রকোপের মধ্য়েই অক্টোবরে কালাজ্বরে রাজ্য়ে মৃত্য়ু হয় এক জনের। কালাজ্বরে আক্রান্ত হয়ে হাওড়ায় মৃত্য়ু হয় অবধেশ পাসোয়ান নামে এক ব্য়ক্তির। পরজীবীবাহিত কালাজ্বর হয় বেলেমাছির কামড়ে।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম-এর তত্ত্বাবধানে ২০০৩ সালে কালা জ্বর নির্মূল কর্মসূচির সূচনা হয়। ২০২১ সাল থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ও রাজ্য় স্বাস্থ্য দফতর যৌথ উদ্যোগে কালাজ্বর নির্মূলকরণ প্রক্রিয়া শুরু করেছে। তারপরে দেশের ও রাজ্য়ের ছবিটা কী?

স্বাস্থ্য দফতরের বক্তব্য, কালাজ্বর ভারত বা বাংলা থেকে নির্মূল হয়নি। ১০ হাজারের মধ্যে ১ জন কালাজ্বরে আক্রান্ত থাকলে, সেই রোগকে নিয়ন্ত্রিত বলা যায়। সেই নিরিখে ২০২২ সালে এসে বলা হয়, কালাজ্বর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোলের ওয়েবসাইটের তথ্য বলছে চলতি বছরের আগস্ট পর্যন্ত চলতি বছর অগাস্ট পর্যন্ত দেশে মোট ৩৭৫ জন কালাজ্বরে আক্রান্ত হয়েছেন। মৃত্য়ু হয়েছে ৫ জনের। ডিসেম্বরে শুধু বাংলাতেই কালা জ্বরে আক্রান্ত হয়েছেন ১৪ জন। ফলে ফের করোনা আতঙ্কের মধ্য়েই উদ্বেগ বাড়ছে কালা জ্বর নিয়েও।  গত ১০ বছরে  কালাজ্বরের প্রকোপ সবচেয়ে বেশি দেখা গেছে বিহার, ঝা়ড়খণ্ড, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে। পদক্ষেপের পরেও বাংলায় কালা জ্বরের প্রকোপ বৃদ্ধিতে কালা জ্বর নির্মূল করতে কেন্দ্র ও রাজ্য়ের পদক্ষেপকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Cough and Cold: কাশির প্রকোপে কাহিল শিশু থেকে বৃদ্ধ, কারণ নিয়ে ধন্দে বিশেষজ্ঞরা