সঞ্চয়ন মিত্র, কলকাতা: এই সপ্তাহেই আবহাওয়ায় আসছে বড় বদল। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, আবহাওয়ায় পরিবর্তন আসবে চলতি সপ্তাহেই। মঙ্গলবার থেকেই পশ্চিমের জেলাগুলি আংশিক মেঘলা হবে। বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।                                                       


হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।                                                                  


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ঝড় বৃষ্টি বেশি হবে। মঙ্গলবার শিলাবৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। বৃষ্টি বাড়বে ১৫ মার্চ বুধবার থেকে। উত্তরবঙ্গের পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা।


কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প খুব বেশি না থাকায় শুকনো গরম অনুভূত হবে। বৃহস্পতিবার থেকে দু-তিন দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস।                                 


আরও পড়ুন, রাজ্যে স্কুলে নিয়োগে ৩৫০ কোটির দুর্নীতি? শান্তনুকে কোর্টে পেশ করে বিস্ফোরক দাবি ইডির


উত্তর-পশ্চিম ভারতের কিছু এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর ওপরে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭-৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সৌরাষ্ট্র, কচ্ছ, কর্নাটক কোঙ্কন ও গোয়াতে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫- ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে গুজরাত, কেরালা, মাহে রাজস্থান, অন্ধপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় এবং ওড়িশাতে।