কলকাতা: রাজ্যে ফের নিম্নচাপের (Depression) ভ্রুকুটি। মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায়। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। দিঘায় সকাল থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি। পূর্ণিমার ভরা কটালের জেরে জলোচ্ছ্বাসের সম্ভাবনা।   


রাজ্যের কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।  গোটা রাজ্যেই মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।                                              


আরও পড়ুন, 'কাজটা খারাপ হয়েছে, মাথা গরম হয়ে গেছিল', জাদুঘরে গুলিকাণ্ডে অনুতপ্ত অভিযুক্ত CISF জওয়ান


উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়িতে দু এক জায়গায় দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে।  মূলত মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশি হবে জলীয় বাষ্প বাতাসে বেশি থাকার  সম্ভাবনা।                   


সমুদ্রস্নানে জারি হয়েছে নিষেধাজ্ঞা। গার্ডওয়ালের ধার থেকেও পর্যটকদের সরিয়ে দেয় পুলিশ। অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে মাইকে প্রচার করে মত্স্যজীবীদের সতর্ক করা হচ্ছে। জলপথে প্রচার চালাচ্ছে ফ্রেজারগঞ্জ কো স্টাল থানার পুলিশ। সুন্দরবন কোস্টাল থানার তরফে গোসাবাতেও চলছে মাইকে প্রচার। দিঘায় সমুদ্রস্নানে জারি হয়েছে নিষেধাজ্ঞা। গার্ডওয়ালের ধার থেকেও পর্যটকদের সরিয়ে দিচ্ছে পুলিশ। গোসাবা, রায়দিঘিতে চলছে মাইকে প্রচার।