সঞ্চয়ন মিত্র, কলকাতা: পৌষের দ্বিতীয় দিনে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হলেও, রাজ্যজুড়ে (West Bengal) ভরপুর শীতের (Winter) আমেজ। গতকালের তুলনায় প্রায় এক ডিগ্রি বেড়ে আজ কলকাতার (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। তাপমাত্রা ১০-১১ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। আগামী কয়েকদিন শীতের আমেজ পুরোদমে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
উততুরে হাওয়ার দাপটে কলকাতায় শীতের আমেজ। শুক্রবারের পর শনিবার, আরও নামল তাপমাত্রা। কালিম্পঙের থেকে তাপমাত্রা কম দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। আগামী কয়েকদিন এরকমই ব্যাটিং করবে শীত, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন, সমীক্ষা ছাড়াই তৈরি তালিকা, আবাস যোজনার প্রকল্প নিয়ে তুঙ্গে তরজা
এই শীতের আমেজ গায়ে মেখে কি পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে দুধের স্বাদ ঘোলে মেটাতে কালিম্পং না গিয়ে ক্যানিং, বোলপুর কিম্বা পুরুলিয়া গেলেও চলবে। কারণ, কালিম্পঙের থেকে তাপমাত্রা কম দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। শুধু তাই নয়, পানাগড়ের তাপমাত্রার সঙ্গে দার্জিলিঙের তাপমাত্রার ফারাক মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিন দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮। সেখানে পানাগড়ের পারদ নামে ৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। কালিম্পঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮। শ্রীনিকেতন ৯.৩। বহরমপুর ১০, পুরুলিয়া ১০.৮, আসানসোল ও ব্যারাকপুরে পারদ নেমেছিল ১১.৪ ডিগ্রিতে। উলুবেড়িয়া, বাঁকুড়া, ক্যানিংয়েও সর্বনিম্ন তাপমাত্রাও কালিম্পং-এর কাছাকাছি।