কলকাতা: জমিয়ে শীতের স্পেল বজায় থাকবে মাঘ মাসের প্রথম ৩-৪ দিনে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা রাজ্যে। কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার অর্থাৎ রাতের তাপমাত্রার বড়সড় হেরফের হবে না। কিন্তু পরের তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ফের। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে ১৬ জানুয়ারি শুক্রবার। দক্ষিণবঙ্গে কাল থেকে বাড়বে কুয়াশার ঘনঘটা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত কুয়াশার সম্ভাবনা ও ঘনত্ব বাড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় থাকবে কুয়াশা, তবে বিক্ষিপ্তভাবে। কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে।
কলকাতায় আগামী তিন দিন সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ থাকবে ২২ ডিগ্রির কাছাকাছি। হাওড়ায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা সব জেলাতেই। উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। বেশ কিছু জেলাতে ঘন কুয়াশার সতর্কবার্তা। ঘন কুয়াশায় দৃশ্যমানতা ৫০ মিটারের কাছাকাছি নেমে আসতে পারে। শুক্রবার থেকে রবিবারের মধ্যে কুয়াশার ঘনঘটা বাড়বে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা।
হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে আকাশ পরিস্কার। কাল থেকে বাড়বে কুয়াশা। শুক্র-শনি এবং রবিবার কুয়াশার সম্ভাবনা বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। অবাধ উত্তুরে হাওয়া। মাঘের শুরুতেও ফের জমিয়ে শীত থাকবে। সামান্য কমলেও কলকাতায় আজকেও ১৩ ডিগ্রির ঘরে পারদ।
আপাতত রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের কিছুটা নিচেই থাকবে। তবে তারপর থেকে তাপমাত্রা বাড়বে। ফলে শীতের অনুভূতিও আর বেশিদিন নয় রাজ্যে। সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে গোটা রাজ্যে। রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়বে।