সঞ্চয়ন মিত্র, কলকাতা : জুনের শুরুতেই তাপপ্রবাহের সতর্কবার্তা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও অস্বস্তি । উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

তাপপ্রবাহের সতর্কবার্তা কবে কোথায়

শুক্রবার ২ জুলাই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানে। শনিবার ৩ জুলাই তাপপ্রবাহের সতর্কবার্তা আছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলাতে।

তবে এরই মধ্যে কোথাও কোথাও স্বস্তির বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে।

উত্তরবঙ্গে কোথায় কেমন আবহাওয়া 

জুন মাসের শুরুতেই মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃহস্পতিবার থেকে তিন চার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া

কলকাতাতেও আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় বুধবার অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বেলা বাড়লে গরম বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। বৃষ্টির সম্ভাবনা নেই  বললেই চলে। বুধবার লসকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের দু ডিগ্রি বেশি ।  

আগামী কয়েকদিন  কলকাতা শহরে কেমন থাকবে তাপমাত্রা 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
31-May 29.0 37.0
Partly cloudy sky
01-Jun 29.0 38.0
Partly cloudy sky
02-Jun 29.0 39.0
Partly cloudy sky
03-Jun 29.0 39.0
Mainly Clear sky
04-Jun 29.0 39.0
Partly cloudy sky
05-Jun 29.0 39.0
Mainly Clear sky
06-Jun 29.0 39.0
Mainly Clear sky

 

বর্ষার আগমন কবে  

আবহাওয়া দফতরের পূর্বাভাস,  বছর বর্ষার আগমন ঘটবে সময়েই। স্বাভাবিক এবং স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা ৬৭ শতাংশ। আবহাওয়া দফতরের এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কৃষিজীবী মানুষেরা। বৃষ্টির উপরই কৃষিকার্য নির্ভর করে মূলত। তাই বর্ষার আগমনে কোনও হেরফের ঘটছে না বলে জানতে পেরে, নিশ্চিন্ত বোধ করছেন।ভূূবিজ্ঞান মন্ত্রকের সচিব এম রবিচন্দ্রণ সম্প্রতি জানান, "এ বছর স্বাভাবিক বৃষ্টি দেখবে গোটা দেশ। নির্ধারিত সময় মেনে জুন থেকে সেপ্টম্বরের মধ্যেই থাকবে বর্ষার মেয়াদ।" যদিও একদিন আগেই, একটি বেসরকারি আবহাওয়া সংস্থা 'স্কাইমেট' জানায়, চলতি বছরে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার প্রভাব তুলনামূলক কম থাকবে।