সঞ্চয়ন মিত্র, কলকাতা : সপ্তাহের শুরুটা মোটামুটি শুকনোই কাটছে দক্ষিণবঙ্গের।কিন্তু শেষের দিকে কিছুটা পরিবর্তিত হবে আবহাওয়া। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু তাতেও, আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মিলবে না রেহাই, জানাল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বুধ ও বৃহস্পতিবার জারি করা হয়েছে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। হলুদ সতর্কতা জারি রয়েছে মালদা ও ২ দিনাজপুরে।
মৌসুমী অক্ষরেখা আপাতত অবস্থান করছে, অমৃতসর , পাতিয়ালা, লখনউ, গয়া, হয়ে উত্তরবঙ্গের বালুরঘাটের উপর দিয়ে পূর্ব দিকে নাগাল্যান্ড পর্যন্ত । এই অক্ষরেখা আরও উত্তরে সরবে। এর জেরে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে কিন্তু ভারী বর্ষণ হবে না দক্ষিণবঙ্গে । আবহাওয়া দফতর জানাচ্ছে, অতিবৃষ্টির কমলা সতর্কতা চলছে উত্তরবঙ্গে। ২৬ শে আগস্ট শনিবার পর্যন্ত চলবে এই স্পেল। এই বৃষ্টির ফলে উত্তরবঙ্গে নদীর জল স্তর বাড়বে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। পার্বত্য এলাকায় ধস নামতে পারে।
এই সপ্তাহে কোথায় কোথা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ?
দক্ষিণবঙ্গে ভারী বর্ষণ না হলেও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে। বৃহস্পতি ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় মূলত মেঘলা আকাশই থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শহর কলকাতাতেও। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অল্পবিস্তর। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি বাড়তে পারে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ২ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯১ শতাংশ।
আগামী ৭ দিনের আবহাওয়ার আপডেট
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
23-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
24-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
25-Aug | 27.0 | 31.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
26-Aug | 27.0 | 30.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
27-Aug | 28.0 | 31.0 | NA | |
28-Aug | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
29-Aug | 27.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |